রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ—নতুন সিনেমার ইঙ্গিত

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১৩:৩২

সংগৃহীত

দেশের পাশাপাশি পশ্চিম বাংলার সিনেমায় এখন চঞ্চল চৌধুরী এক অনিবার্য নাম। টলিপাড়ার একাধিক সিনেমায় তাঁর অসাধারণ অভিনয় ইতিমধ্যে বাংলা দর্শকের মনে স্থায়ী আসন গেড়ে বসেছে। অন্যদিকে, তাসনিয়া ফারিণ অল্প সময়েই প্রমাণ করেছেন তাঁর মেধা ও অভিনয় দক্ষতা। অতনু ঘোষের পরিচালনায় ‘আরও এক পৃথিবী’ সিনেমায় তাঁর পারফরম্যান্স সমালোচক ও দর্শক—উভয়ের প্রশংসা কুড়িয়েছিল।

সম্প্রতি কলকাতায় ‘স্বার্থপর’ ছবির বিশেষ স্ক্রিনিংয়ে চঞ্চল ও ফারিণকে একসঙ্গে দেখা যায়। শুধু অনুষ্ঠানে নয়, তাঁদের দেখা মিলেছে শহরের কফিশপ, স্টুডিওপাড়া ও বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকেশনে। এই একের পর এক যৌথ উপস্থিতি ঘিরে জমে উঠেছে জল্পনা—এ কি শুধুই কাকতালীয়, নাকি আসছে কোনো বড় প্রজেক্টের ইঙ্গিত?

চঞ্চল চৌধুরী জানান, “আসলে দুজনেই জানতাম না যে আমরা একই সময়ে কলকাতায় আছি! আমি এসেছি আমার সিনেমার কিছু কাজ ও মিটিংয়ের জন্য। ঘটনাচক্রে দেখা হলো ফারিণের সঙ্গে। মজার ব্যাপার হলো, সেও এখানে এসেছে পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে প্রজেক্ট নিয়ে আলোচনা করতে।”

ফারিণও জানিয়েছেন, দুজনের দেখা হওয়া ছিল পুরোপুরি অপ্রত্যাশিত, তবে “দারুণ সিনেম্যাটিক” একটি মুহূর্ত।

চঞ্চল আরও জানান, “সেদিন আমরা অনিরুদ্ধদার সঙ্গে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ—দুই বেলার খাবারই একসঙ্গে করেছি। চলেছে সিনেমা, গল্প আর নানা সৃজনশীল আলোচনা।” যদিও তাঁরা কেউই কোনো প্রজেক্টের নাম প্রকাশ করেননি, তবু তাঁদের মন্তব্যে ভবিষ্যতের সম্ভাবনার ইঙ্গিত স্পষ্ট।

পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী টলিউডের এক বিশ্বস্ত নাম। এর আগে জয়া আহসানকে নিয়ে তাঁর ‘ডিয়ার মা’ দর্শকের মনে গভীর ছাপ ফেলেছিল। এবার যদি তাঁর পরিচালনায় চঞ্চল ও ফারিণ একসঙ্গে পর্দায় আসেন, তবে তা নিঃসন্দেহে দর্শকদের জন্য হবে এক বড় প্রাপ্তি।

সামাজিক মাধ্যমেও ইতিমধ্যে এই সম্ভাব্য জুটিকে ঘিরে তুমুল আলোচনা চলছে। অনুরাগীরা তাঁদের আড্ডার ছবি ও ভিডিও শেয়ার করে লিখছেন—“চঞ্চল-ফারিণ মানেই অন্যরকম কেমিস্ট্রি!”

সব মিলিয়ে, কলকাতার এই ‘অপ্রত্যাশিত সাক্ষাৎ’ হয়তো খুব শিগগিরই নতুন এক সিনেমার সূচনা হিসেবে পর্দায় দেখা দেবে।

 

ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top