বোস্টনে আসিফ আকবর ও সুমন এক মঞ্চে, মাতাল প্রবাসী দর্শকরা
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১৪:২০
বাংলাদেশের দুই সংগীত তারকা আসিফ আকবর ও বেজ বাবা সাইদুস সালেহীন খালেদ সুমন (সুমন বা বেজ বাবা সুমন) সম্প্রতি যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে এক মঞ্চে পারফর্ম করেছেন। ২৫ অক্টোবর অনুষ্ঠিত এই কনসার্টে প্রবাসী বাংলাদেশিরা মাতোয়ারা হয়ে ওঠেন দুই প্রজন্মের দুই তারকার দুর্দান্ত পরিবেশনায়।
গায়ক আসিফ আকবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বোস্টন কনসার্টের অভিজ্ঞতা। তিনি লিখেছেন,
“২৫ অক্টোবর শো ছিল আমেরিকার বোস্টন শহরে। বিগত বছরগুলোতে সৌভাগ্য হয়েছে মিউজিক লেজেন্ডদের সঙ্গে স্টেজ শেয়ার করার। গ্রিন রুম শেয়ার করেছি তরুণদের সাথেও। আমি সংগীতের মানুষ নই, তবুও নিয়তি আমাকে এখানেই সফলতা দিয়েছে। এই কারণেই আমার দায়বদ্ধতাও বেশি।”
এই কনসার্টে আসিফের সঙ্গে একই মঞ্চে ছিলেন দেশের জনপ্রিয় ব্যান্ড ‘অর্থহীন’। এ প্রসঙ্গে আসিফ আরও লিখেছেন,
“বোস্টনে এসে একই স্টেজ শেয়ার করেছি স্বনামখ্যাত ব্যান্ড অর্থহীনের সঙ্গে। লিভিং লিজেন্ড সুমন ভাইয়ের সঙ্গে আগেও একই স্টেজে পারফর্ম করেছি। তিনি সবসময়ই আমার ব্যাপারে উচ্ছ্বসিত, আজকেও তার ব্যত্যয় ঘটেনি। সুমন ভাই ব্যাকস্টেজে দাঁড়িয়ে আমার পারফর্মেন্স দেখেছেন। তাঁর জীবনের উপর দিয়ে স্টিম রোলার চললেও তিনি এখনো আস্থায় অবিচল। সুমন ভাইয়ের মতো মানুষের জন্যই সংগীত জগৎটা এখনো ভালো লাগে।”
আসিফ আরও উল্লেখ করেন, কিছু সমালোচক থাকলেও তিনি সুমনকে বাংলাদেশের সংগীতের “জীবন্ত কিংবদন্তি” বলে আখ্যা দেন এবং তাঁর জন্য দোয়া ও শুভকামনা জানান।
প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কনসার্টের শেষে দর্শকরা দাঁড়িয়ে করতালিতে ভরিয়ে তোলেন বোস্টনের অডিটোরিয়াম। দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে সংগীতের এমন মিলনমেলা বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য ছিল এক অনন্য আনন্দের মুহূর্ত— এমনটিই জানিয়েছেন আসিফ আকবর।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।