রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

স্কুলের বাচ্চাদের চকোলেট কিনে দিলেন বাপ্পারাজ

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১৬:২২

সংগৃহীত

সুনামগঞ্জে যাওয়ার পথে অভিনয়শিল্পী বাপ্পারাজের মানবিক একটি মুহূর্ত নজর কেড়েছে সবার। পথে চা পানের বিরতিতে থেমে তিনি একদল স্কুলের শিশুকে চকোলেট খাওয়ান।

অভিনেতা ফারুক আহমেদ ফেসবুক পোস্টে ঘটনাটি শেয়ার করেন। তিনি জানান, ১৯ অক্টোবর তিনি ও বাপ্পারাজ সিলেট থেকে সুনামগঞ্জের পথে ছিলেন। পথে এক চায়ের দোকানে থামলে পাশে থাকা একটি প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের ঘণ্টা বাজে। টিফিনে বের হয়ে আসা ছোট ছোট বাচ্চারা বাপ্পারাজদের পাশে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে।

বাচ্চাদের এমন কৌতূহল দেখে বাপ্পারাজ জিজ্ঞেস করেন, “কী খাবে তোমরা?” কিন্তু কেউ কিছু বলে না। এরপর বাপ্পারাজ নিজেই দোকানে সাজানো কৌটা থেকে বড় বড় চকোলেট বের করে বাচ্চাদের হাতে তুলে দেন।

ফারুক আহমেদ লিখেছেন, “বাপ্পা ভাই বললেন  খাও, তোমাদের সবাইকে আমি চকোলেট খাওয়ালাম। তারপর হলো ফটোসেশন। বাচ্চাদের মুখে ছিল খুশির ঝলক।”

এই ছোট্ট মুহূর্তে এক টুকরো আনন্দ ছড়িয়ে দেন অভিনেতা বাপ্পারাজ, যা ফারুক আহমেদের পোস্টের মাধ্যমে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top