রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

শাকিব খানের সঙ্গে দুই নায়িকার সিনেমায় কাজ না করার সিদ্ধান্তে অটল মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১৬:৩০

সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি এমন কোনো সিনেমায় কাজ করবেন না যেখানে দুই বা তার বেশি নায়িকা থাকবেন। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

মিষ্টি জান্নাত বলেন, “আমি কোনো দুই নায়িকার সঙ্গে ছবি করব না—এটা শাকিব খানকে অলরেডি বলে দিয়েছি। আমি সলো হলে ওর সঙ্গে কাজ করব। কারণ আমি ওই ধরনের ছবি করতে চাই না যেখানে একাধিক নায়িকা থাকে। গুঞ্জন যেহেতু উঠেছে, তাই অবশ্যই দর্শক কিছু একটা দেখতে পাবেন।”

তিনি আরও বলেন, “আমি দুই নায়িকার ছবি করতে চাই না, এটা আমি সবসময়ই না করেছি। অনেক ছবি ক্যানসেল করেছি শুধু এই কারণে। আমার কাছে মনে হয়, এসব ছবিতে নানা ঝামেলা তৈরি হয়। আর শাকিব খান যেহেতু সুপারস্টার, ওনার সঙ্গে আমি দুই নায়িকার সিনেমায় কাজ করব না—এটা মানুষ ভালো বলুক বা খারাপ বলুক, আমার সিদ্ধান্ত একটাই।”

গুঞ্জন প্রসঙ্গে অভিনেত্রী জানান, “‘ধামাকা’ মানেই শাকিব খান আসবে—এটা আমি কখনো বলিনি। এই ধারণা আপনারা নিজেরাই তৈরি করেছেন। ধামাকা মানে যে শাকিব খানের সঙ্গে আমার সিনেমা আসবে, তা নয়।”

মিষ্টি জান্নাত আরও বলেন, “আমি রিকোয়েস্ট করে কোনো ছবি করব না। আমি এখনো সেই লেভেলে নামিনি। আমার নিজের সেলফ রেসপেক্ট আছে। আমি শখের বশে সিনেমা করি—এটা আমার পেশা নয়।”

নিজের সিদ্ধান্তে অনড় থেকে তিনি বলেন, “আমি চাই ভালো গল্প, ভালো চরিত্র আর ভালো টিমের সঙ্গে কাজ করতে। তবে শর্ত একটাই—আমি সলো নায়িকা না হলে কাজ করব না।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top