২৯ বছর পর সালমান শাহ হত্যা মামলা আবার শুরু, নেই সামিরা-ডন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১৭:১১
ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তাঁর হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছে আদালত। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা ভক্তদের মধ্যে এই খবরে নতুন উত্তেজনা তৈরি হয়েছে।
ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত মামলাটিকে রমনা থানায় তদন্তের জন্য পাঠানোর নির্দেশ দিয়েছেন। সালমান শাহর মামা আলমগীর কুমকুম এই মামলাটি করেন।
মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে রয়েছেন তাঁর সাবেক স্ত্রী সামিরা হক এবং অভিনেতা ডন। সালমান শাহর পরিবার প্রথম থেকেই এটিকে পরিকল্পিত হত্যা বলে দাবি করে আসছে।
অন্যদিকে, তাঁর সাবেক স্ত্রী সামিরা বরাবরই হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। গত বছর এক ভিডিও সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এটি আত্মহত্যা এবং সালমান মানসিকভাবে ‘সুইসাইডাল বাই নেচার’ ছিলেন।
আদালতের নতুন আদেশের পর অভিযুক্ত ডন ও সামিরার সঙ্গে যোগাযোগের সব মাধ্যম বর্তমানে বন্ধ রয়েছে। দীর্ঘদিন পর মামলার পুনরুজ্জীবনে এই তারকা মৃত্যুর নেপথ্য রহস্য উদ্ঘাটনের আশা তৈরি হয়েছে। সূত্র: ভোরের কাগজ
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।