রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

বেলুচিস্তান প্রসঙ্গে মন্তব্যে বিতর্কে সালমান খান, পাকিস্তানের ‘ব্ল্যাক লিস্টে’ অন্তর্ভুক্ত

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১৭:১২

সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খান আবারও বিতর্কের মুখে। সম্প্রতি বেলুচিস্তান প্রসঙ্গে দেওয়া বক্তব্যের জের ধরে তাকে ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে ‘সিডিউল–৪’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান সরকার।

ভারতীয় গণমাধ্যম মিড-ডের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের এই ‘সিডিউল–৪’ তালিকাটি মূলত একটি ‘ব্ল্যাক লিস্ট’, যেখানে সন্ত্রাসবাদ বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত সন্দেহভাজন ব্যক্তিদের নাম থাকে। এবার সেই তালিকায় উঠে এসেছে সালমান খানের নাম।

তবে নেটিজেনদের অনেকেই এই ঘটনাকে ‘ভুল ব্যাখ্যা’ বলে মন্তব্য করেছেন। তাদের দাবি, সালমানের বক্তব্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না।

ঘটনাটির সূত্র রিয়াদে অনুষ্ঠিত ‘জয় ফোরাম ২০২৫’–এ। সেখানে একসঙ্গে হাজির ছিলেন বলিউডের তিন খান—সালমান খান, শাহরুখ খান ও আমির খান। আলোচনা চলছিল মধ্যপ্রাচ্যে ভারতীয় সিনেমার জনপ্রিয়তা নিয়ে।

সেই সময় সালমান খান বলেন,

“এখন যদি এখানে (সৌদি আরবে) কোনো হিন্দি সিনেমা মুক্তি দেওয়া হয়, সেটা সুপারহিট হবে। তামিল, তেলেগু বা মালয়ালম সিনেমাও শত কোটি রুপির ব্যবসা করবে, কারণ এখানে অনেক দেশের মানুষ কাজ করছে—বেলুচিস্তান থেকে এসেছে, আফগানিস্তান থেকে এসেছে, পাকিস্তান থেকেও এসেছে—সবাই এখানে কাজ করছে।”

এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় পাকিস্তানের একাংশ। তাদের অভিযোগ, সালমান খান বেলুচিস্তান ও পাকিস্তানকে আলাদা সত্তা হিসেবে উল্লেখ করে দেশের সার্বভৌমত্বে প্রশ্ন তুলেছেন। বিষয়টি পাকিস্তানের কাছে অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সরকার দ্রুত পদক্ষেপ নেয়।

পাকিস্তানের আইন অনুযায়ী, ‘সিডিউল–৪’ তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা দেশটিতে প্রবেশ বা তাদের সম্পত্তি ক্রয়-বিক্রয়ে সীমাবদ্ধতার মুখে পড়েন।

এদিকে, ভারতের সামাজিক মাধ্যমে এই ঘটনাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, সালমানের বক্তব্য রাজনৈতিক নয়, কেবল উদাহরণ হিসেবে দেওয়া হয়েছিল। আবার অনেকে মনে করছেন, তিনি অজান্তেই বেলুচিস্তান ইস্যুকে আন্তর্জাতিকভাবে আলোচনায় এনেছেন।

বর্তমানে সালমান খান তার আসন্ন সিনেমা ‘টাইগার ভার্সেস পাঠান’-এর প্রস্তুতিতে ব্যস্ত, তবে পাকিস্তানের এই সিদ্ধান্ত বলিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top