‘জীবনের ইতি কখন কোথায় ঘটবে কেউ জানে না’
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১৮:৩১
ঢাকার ফার্মগেট এলাকায় রোববার দুপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আবুল কালাম নামে এক যুবক। স্থানীয়রা জানিয়েছেন, তিনি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন মেট্রোরেলের বিয়ারিং প্যাড আচমকাই পড়ে তার মাথায়, যা ঘটনাস্থলেই মৃত্যু ঘটায়।
দুর্ঘটনার পর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত যুবকের বাড়ি শরীয়তপুরে।
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর শোবিজ অঙ্গনের তারকারাও মর্মাহত হয়েছেন। জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে লিখেছেন, “সত্যিই, জীবনের ইতি কখন, কোথায় ঘটে যাবে কেউ জানে না। তবে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কারো জন্যই কাম্য নয়। আল্লাহ আমাদের সবাইকে তাঁর হেফাজতে রাখুন। আমিন।”
দুর্ঘটনার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। নাগরিকদের মধ্যে নিরাপত্তা নিয়ে পুনরায় উদ্বেগ দেখা দিয়েছে।
ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।