সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

দুর্নীতিগ্রস্ত দেশটাতে রাজারা মরবে না, শুধু প্রজারা জীবন দিয়ে যাবে কারণে-অকারণে:ইরফান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৪৮

সংগৃহীত

রাজধানীর ফার্মগেট মেট্রো রেলস্টেশনের কাছে ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আবুল কালাম আজাদ (৩৫) নামে এক যুবক। রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মেট্রোরেলের একটি পিলার থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডের আঘাতে এ দুর্ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুরে আজাদ ফার্মগেট এলাকায় সড়কের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ মেট্রোরেলের পিলার থেকে একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে তার মাথায় আঘাত হানে। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎‎দুর্ঘটনার পর থেকেই রাজধানীবাসীসহ দেশের নানা শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন। অনেকেই মেট্রোরেল নির্মাণ ও রক্ষণাবেক্ষণে অব্যবস্থাপনা, দুর্নীতি ও দায়িত্বহীনতাকে দায়ী করেছেন।

‎ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ তার ফেসবুকে লিখেছেন—

‎‎“একটা দেশ, না আপনাকে শান্তিতে বাঁচতে দিবে, না শান্তিতে মরতে দিবে... মেট্রো বানিয়েছে ভালো কথা, কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য কি আসলেই এক্সপার্ট লোক আছে? এখন তো মেট্রোতে চললেও রিস্ক, মেট্রোর নিচ দিয়ে গেলেও রিস্ক! এই দুর্নীতিগ্রস্ত দেশটাতে কখনো রাজারা মরবে না, শুধু প্রজারা জীবন দিয়ে যাবে কারণে-অকারণে... আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুক ভাই।”

‎দুর্ঘটনার পর সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলছেন, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থায় এমন ঘাটতি থাকা মেনে নেওয়া যায় না। তারা দোষীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। 

‎এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হবে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top