হবু পুত্রবধূর সঙ্গে শ্রাবন্তীর আদুরে মুহূর্ত
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১১:২৯
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি আবারও শিরোনামে এলেন, তবে এবার কোনো সিনেমা বা বিতর্কে নয়—বরং হবু পুত্রবধূ দামিনী ঘোষের সঙ্গে তার দারুণ সম্পর্ক নিয়ে।
সম্প্রতি শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চ্যাটার্জি (ঝিনুক)–এর প্রেমিকা দামিনীর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী। সেখানে তিনি হবু পুত্রবধূকে আদরে ভরিয়ে দেন, কেক খাইয়ে দেন এবং গালে ভালোবাসার চুমু এঁকে দেন। তাদের এই স্নেহময় মুহূর্তের ছবি এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।
দীর্ঘদিন ধরেই দামিনীর সঙ্গে সম্পর্কে আছেন অভিমন্যু, আর শুরু থেকেই এই সম্পর্ককে শ্রাবন্তী খুলে সমর্থন করে এসেছেন। এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানিয়েছিলেন, দামিনীর সঙ্গে তার সম্পর্ক প্রথাগত শাশুড়ি-বৌমার মতো নয়, বরং অনেকটা ‘বোনের মতো’। এর কারণ, শ্রাবন্তী ও দামিনীর বয়সের ব্যবধান মাত্র দশ বছর। মজার ব্যাপার হলো, দামিনী আবার অভিমন্যুর চেয়ে বয়সে কিছুটা বড়।
অন্যদিকে, ছেলে অভিমন্যুর সঙ্গেও শ্রাবন্তীর সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। অভিনেত্রীর ভাষায়, অভিমন্যু তার “সবচেয়ে ভালো বন্ধু” এবং “সবচেয়ে বড় সমালোচক”।
উল্লেখ্য, গেল দুর্গাপূজায় মুক্তি পাওয়া শ্রাবন্তীর অভিনীত সিনেমা ‘দেবী চৌধুরানী’ ব্যবসায়িক সাফল্য পেয়েছে এবং সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে। সিনেমাটিতে শ্রাবন্তীর সঙ্গে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি।
ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।