সালমান শাহ ছিলেন ভীষণ মনোযোগী ও হাস্যোজ্জ্বল মানুষ: পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১১:৪৬
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ মাত্র ২৫ বছর বয়সে চলে যান না ফেরার দেশে। তার অকাল মৃত্যু নিয়ে আজও শোবিজ অঙ্গনে নানা আলোচনা-গুঞ্জন রয়েছে। এবার সেই সময়কার স্মৃতি ও সালমান শাহ সম্পর্কে ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করলেন খ্যাতনামা পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।
একটি বিশেষ সাক্ষাৎকারে সালমান শাহ সম্পর্কে জানতে চাইলে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেন, “ব্যক্তিজীবনে সালমান ছিল অত্যন্ত ভালো ছেলে। শুটিংয়ে ভীষণ মনোযোগী ছিল সে। কোনোদিন শুটিং নিয়ে ঝামেলা করেনি। অন্তত আমার পরিচালিত সিনেমাগুলোর ক্ষেত্রে আমি ওর মধ্যে কোনো ধরনের সমস্যা দেখিনি।”
তিনি আরও বলেন, “আমার পরিচালিত ‘কন্যা দান’ সিনেমায় অভিনয় করেছিল সালমান। সে সিনেমায় দারুণ অভিনয় করেছে সে, আর ছবিটিও দর্শকপ্রিয়তায় ব্যাপক সাড়া ফেলেছিল। ব্যবসায়িক দিক থেকেও এটি সফল একটি সিনেমা ছিল।”
সালমান শাহর মৃত্যু প্রসঙ্গে দেলোয়ার জাহান ঝন্টু বলেন, “যেদিন সালমানের মৃত্যুর খবর পাই, সেদিন আমি কক্সবাজারে শুটিংয়ে ছিলাম। আমি বলতে পারবো না ও আত্মহত্যা করেছে নাকি খুন হয়েছে—কারণ তদন্তেও এখনো সেটি পরিষ্কার নয়। তবে শোনা কথা আছে, ও নাকি মানসিকভাবে বিষণ্ণ ছিল। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কখনোই ওকে সেভাবে দেখিনি। বরং সবসময়ই ও ছিল হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত এবং খুবই স্বাভাবিক একজন মানুষ।”
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার একটি ফ্ল্যাটে রহস্যজনকভাবে মারা যান ঢালিউডের ‘স্বপ্নের নায়ক’ খ্যাত সালমান শাহ। তার স্ত্রী সামিরা হক এ ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করলেও নায়কের পরিবার বরাবরই একে হত্যাকাণ্ড বলে আসছে।
দীর্ঘ ২৯ বছর তদন্ত চলার পর সম্প্রতি সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। নতুন করে করা এ মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে প্রধান আসামি হিসেবে নাম রয়েছে নায়কের সাবেক স্ত্রী সামিরা হকের।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।