সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

হোটেল থেকে জায়নামাজ চুরি করলেন পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিম

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১২:০৮

সংগৃহীত

পাকিস্তানের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম অভিনয় দক্ষতা ও গ্ল্যামার দিয়ে অল্প সময়েই কোটি দর্শকের মন জয় করেছেন। তবে এবার তিনি আলোচনায় এসেছেন অভিনয়ের কারণে নয়, বরং এক খোলামেলা স্বীকারোক্তি ঘিরে।

সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে অতিথি হয়ে এসে দুরেফিশান এমন এক ঘটনা শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

সাক্ষাৎকারে তিনি হাস্যরসাত্মক ভঙ্গিতে বলেন, “আমি একবার বিলাসবহুল একটি হোটেল থেকে জায়নামাজ চুরি করেছিলাম। এটি ভীষণ সুন্দর ও নরম ছিল।”

অভিনেত্রীর এই অকপট স্বীকারোক্তিতে উপস্থিত অন্য অতিথি অভিনেতা মিকাল জুলফিকার ও অনুষ্ঠান সঞ্চালক নিদা ইয়াসির বিস্মিত হয়ে পড়েন।

এরপর মিকাল জুলফিকার মজার ছলে জানতে চান, “জায়নামাজ চুরি করতে আপনার লজ্জা লাগেনি?” জবাবে দুরেফিশান বলেন, “আমি ভেবেছিলাম, আল্লাহ হয়তো আমাকে এজন্য শাস্তি দেবেন না, কারণ আমি এটি নামাজ পড়ার জন্যই ব্যবহার করব।”

জুলফিকার তখন হাস্যরস করে বলেন, “তাহলে মসজিদের বাইরে থেকে যারা জুতা চুরি করে, তাদেরও কি ক্ষমা করা উচিত?” — তার কথায় সবাই হেসে ওঠেন।

অনুষ্ঠানের এই অংশের ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেক নেটিজেন দুরেফিশানের রসবোধ ও সরলতার প্রশংসা করেছেন, কেউ কেউ আবার ঘটনাটিকে তার ‘সততা ও সাহসী ব্যক্তিত্বের প্রকাশ’ হিসেবে দেখছেন।

ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top