সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

আমার দেশের মুক্তিযুদ্ধ আমাকে গর্বিত করে:তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১৪:২১

সংগৃহীত

দেশের সীমানা পেরিয়ে এবার আবারও আলোচনায় তাসনিয়া ফারিণ। টিভি নাটক থেকে ওয়েব ফিল্ম—সবখানেই নিজের অভিনয় দক্ষতায় দর্শকের মন জয় করেছেন তিনি। সম্প্রতি নতুন একটি প্রজেক্টের শুটিংয়ের জন্য কলকাতায় পা রাখতেই শুরু হয়েছে নতুন গুঞ্জন।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাসনিয়া বলেন, “ভালো আছে বাংলাদেশ, ভালো কাজ হচ্ছে। সিনেমার বাজেট আগের তুলনায় অনেক বেড়েছে। তবে হলের সংখ্যা নিয়ে কিছু প্রশ্ন আছে, সব মিলিয়ে ভালোই।” তিনি রাজনীতি সংক্রান্ত প্রশ্নে বলেন, “আমি রাজনীতিমনস্ক নই। শিল্পীর এত জটিল বিষয়ে কথা না বলাই শ্রেয়।”

দুই দেশের সংস্কৃতি ও সম্পর্কের প্রসঙ্গে ফারিণ বলেন, “আমার দেশের মুক্তিযুদ্ধ আমাকে গর্বিত করে। আলাদা দুটো দেশ মানেই আমরা আলাদা নই। এখনো আমরা একে অপরের সঙ্গে কথা বলতে পারছি, কাজ করতে পারছি। দুই দেশের স্বার্থ বজায় রেখে সুস্থ আদানপ্রদানই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

শুটিংয়ের জন্য ২৩ অক্টোবর কলকাতায় পৌঁছেছেন তাসনিয়া। সেখানে তিনি ঢালিউডের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে দেখা করেছেন। দুই বাংলার সিনেমায় তাদের একসঙ্গে কাজ করার গুঞ্জন ছড়িয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলা হয়নি। কয়েক দিনের মধ্যেই দেশে ফেরার কথা জানিয়েছেন তিনি।

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top