সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

পরীমণি ফের বড় পর্দায়, ‘ডোডোর গল্প’ রোজার ঈদে মুক্তি পাবে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১৪:৫৭

সংগৃহীত

দীর্ঘ দুই বছরের বিরতির পর আবার বড় পর্দায় কাজ শুরু করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। মাতৃত্ব ও পারিবারিক ব্যস্ততার কারণে দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। সেই বিরতি ভাঙে ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে।

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২৩ সালের অক্টোবর মাসে। চলতি বছরের শুরুতে এক ভিডিওবার্তায় পরীমণি জানান, এক বছর চার মাস ২৩ দিন পর তিনি সিনেমাটির শুটিং শেষ করেছেন। এরপর সিনেমা নিয়ে কোনো নতুন আপডেট পাওয়া যায়নি। অবশেষে জানা গেল, আগামী রোজার ঈদে মুক্তি পাবে ‘ডোডোর গল্প’।

সিনেমাটির সহ-প্রযোজক নাজমুল হক ভূঁইয়া জানান, “ডাবিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিক (বিজিএম) শেষ হয়েছে। এখন শুধু বাকি আছে কালার গ্রেডিং ও এডিটিংয়ের কাজ। ইনশাআল্লাহ সব শেষ করেই আমরা রোজার ঈদে ছবিটি মুক্তি দেব।”

‘ডোডোর গল্প’-এ পরীমণি কেন্দ্রীয় চরিত্র ‘কাজল চৌধুরী’ হিসেবে অভিনয় করেছেন। তাঁর বিপরীতে রয়েছেন সাইমন সাদিক, যিনি ‘রায়হান’ নামের ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন। পরীমণি বলেন, “মাতৃত্বকালীন বিরতির পর এই ছবির মাধ্যমে আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। তাই নিজের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি। ‘ডোডোর গল্প’-এর সঙ্গে আমার এক ধরনের আবেগ জড়িয়ে আছে। আশা করি দর্শকরা ছবিটিকে ভালোবাসবেন।”

সিনেমার পরিচালক রেজা ঘটক জানিয়েছেন, “একজন মায়ের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের কৃষি ও সমাজজীবনের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। কাজল চৌধুরীর প্রায় বিশ বছরের জীবনের জার্নি দেখানো হয়েছে সিনেমায়।”

‘ডোডোর গল্প’ ২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায়। সিনেমায় অভিনয় করেছেন ৮৭ জন শিল্পী এবং দৃশ্যধারণ হয়েছে ২৫টিরও বেশি লোকেশনে। প্রযোজক নাজমুল হক ভূঁইয়া বলেন, “এটা এক আত্মনির্ভরশীল মায়ের দীর্ঘ দুই দশকের সংগ্রামের গল্প, যেখানে মা তার হারানো সন্তানকে খুঁজে পান। আমরা সিনেমাটিকে অনেক যত্ন নিয়ে তৈরি করেছি। আশা করি এটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে।”

এদিকে, জন্মদিন উদযাপন করতে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন পরীমণি। নতুন কোনো সিনেমার খবর এখনও তার হাতে নেই। অন্যদিকে, সাইমন সাদিক বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। গত বছরের ৫ আগস্টের পর তিনি দেশে ফেরেননি।

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top