সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

মালাইকা আরোরা দাবি করছেন ৫০, নেটিজেনদের মনে প্রশ্ন চিহ্ন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১৫:৩৩

সংগৃহীত

বলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মালাইকা আরোরা এবার নিজের বয়স নিয়ে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এলেন। দীর্ঘদিন ধরে চলা বয়স নিয়ে জল্পনার পর এবার মালাইকা সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন নিজের জন্মদিনের ছবি, যেখানে দেখা গেছে জন্মদিনের কেকে লেখা ‘৫০’ সংখ্যা।

গত ২৩ অক্টোবর নিজের জন্মদিন উদযাপন করেন মালাইকা। বন্ধু-বান্ধব এবং ছেলে আরহান খানসহ পার্টির ছবি মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে জন্মদিনের কেকে লেখা সংখ্যা দেখেই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন—যদি ২০১৯ সালে মালাইকা ৪৬তম জন্মদিন পালন করে থাকেন, তবে ২০২৫ সালে তার বয়স কীভাবে ৫০ হতে পারে?

এরপর গত রোববার রাতে আরও কিছু জন্মদিনের ছবি পোস্ট করেন মালাইকা। সেই পোস্টে তিনি লেখেন, “আমার ৫০তম জন্মদিনকে এত আনন্দের সঙ্গে ভরিয়ে তোলার জন্য সকলকে ধন্যবাদ।” এই পোস্টের মাধ্যমে অভিনেত্রী নিজেই স্পষ্ট করেছেন, তিনি ৫০ বছর পূর্ণ করেছেন।

উল্লেখ্য, উইকিপিডিয়াসহ বিভিন্ন সূত্রে মালাইকার বয়স ৫২ বছর দেখানো হয়েছে। এই পোস্টের পরও নেটিজেনদের মধ্যে বয়স সংক্রান্ত জল্পনা অব্যাহত রয়েছে।

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top