আসছে ‘তুফান টু’: শাকিব–মিমি জুটি ফিরছে নতুন ঝড়ে!
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১৭:১৫
২০২৪ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া রায়হান রাফির পরিচালনায় ‘তুফান’ সিনেমা দেশে-বিদেশে তুমুল সাড়া ফেলেছিল। মেগাস্টার শাকিব খান সেই সিনেমায় একেবারে নতুন অবতারে ধরা দিয়ে গড়েছিলেন ইতিহাস। সিনেমাটি ঘিরে তখনই শোনা গিয়েছিল এর সিক্যুয়েল ‘তুফান টু’ আসছে—কিন্তু কবে, তা অজানাই ছিল ভক্তদের কাছে।
অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ২০২৬ সালের নভেম্বর মাসে শুরু হবে ‘তুফান টু’-এর শুটিং। এবারও শাকিব খানের বিপরীতে থাকছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ, আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সিনেমাটি ২০২৭ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ‘তুফান টু’ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। শাকিব-মিমির অনস্ক্রিন রসায়ন এবং রায়হান রাফির পরিচালনা—এই ত্রয়ী আবারও বড় পর্দায় নতুন ঝড় তুলবে বলে আশা করছেন সিনেমাপ্রেমীরা।
নিফ্লা৭১/ ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।