নাসিরুদ্দিন শাহের সমালোচনায় শাহরুখ খান, মন্তব্যে তোলপাড় বলিউড
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১৮:১৫
বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানকে নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, শাহরুখ এখন “একঘেয়ে অভিনেতা” হয়ে উঠছেন। যদিও শাহরুখের পরিশ্রম ও নিজ যোগ্যতায় বলিউডে জায়গা করে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন এই বর্ষীয়ান তারকা।
বলিউডের খান, কুমার ও দেবগনদের মধ্যে কার অভিনয় বেশি পছন্দ—এমন প্রশ্নের জবাবে নাসিরুদ্দিন বলেন, “একমাত্র অক্ষয় কুমারকেই আমি আলাদা করে পছন্দ করি। কোনো গডফাদার ছাড়াই সে নিজের জায়গা তৈরি করেছে এবং সময়ের সঙ্গে সঙ্গে উন্নতি করেছে।”
তবে শাহরুখকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “শাহরুখও নিজের ক্ষমতায় বলিউডে জায়গা তৈরি করেছে, যার জন্য আমি তাকে সম্মান করি। কিন্তু অভিনেতা হিসেবে সে দিন দিন একঘেয়ে হয়ে যাচ্ছে।”
তার এই মন্তব্যের পর বলিউডজুড়ে শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকেই নাসিরুদ্দিনের বক্তব্যের সঙ্গে একমত নন, আবার কেউ কেউ তার সমালোচনাকে বাস্তবসম্মত বিশ্লেষণ বলছেন।
উল্লেখ্য, ২০২৩ সালে শাহরুখ খান ব্লকবাস্টার তিনটি ছবি—‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’–এর মাধ্যমে বড় পর্দায় প্রত্যাবর্তন করে বক্স অফিসে নতুন ইতিহাস গড়েন। বর্তমানে তিনি তার পরবর্তী সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।