আন্তর্জাতিক পরিসরে সৃজিত মুখার্জি, নির্মাণ করছেন ইংরেজি ছবি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১১:৪৬
বাংলা ও বলিউড দুই অঙ্গনেই সফলভাবে কাজ করার পর এবার আন্তর্জাতিক চলচ্চিত্রে পা রাখতে যাচ্ছেন জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। লন্ডন থেকে তিনি ঘোষণা দিয়েছেন, একইসঙ্গে ইংরেজি ভাষার ছবির পরিচালক ও সহ-প্রযোজক হিসেবে অভিষেক হচ্ছে তার।
তার প্রথম ইংরেজি ছবির নাম ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’, যা বিশ্বের অন্যতম জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা শার্লক হোমস এবং তার স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েলকে ঘিরে তৈরি হবে। ছবির নামটিও হোমসের একটি আইকনিক সংলাপের ইঙ্গিত বহন করে, যা দীর্ঘদিন ধরেই রহস্যপ্রেমীদের কাছে কিংবদন্তি।
যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে সৃজিতের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘ম্যাচকাট’ এবং শাহনাব আলমের ‘ইনভিজিবল থ্রেড’।
এ প্রসঙ্গে সৃজিত মুখার্জি বলেন,
“শার্লক হোমসের রহস্যজগতে আমাকে যিনি প্রথম নিয়ে গিয়েছিলেন, সেই মহান সাহিত্যিক আর্থার কোনান ডয়েলকে নিয়েই এবার গল্প বলতে চাই। এটা আমার এক ধরনের শ্রদ্ধাঞ্জলি।”
ছবির গল্প শুরু হবে মিসেস গিলক্রিস্ট হত্যাকাণ্ড এবং সেই মামলায় অস্কার স্লেটার নামে এক ব্যক্তির মিথ্যা গ্রেফতারকে ঘিরে। এরপর রহস্যের জট খুলবে ডয়েলের নিজস্ব অনুসন্ধানে—তবে তার বাইরে আর কোনো তথ্য এখনই প্রকাশ করতে চাননি সৃজিত। তার ভাষায়, “সব চমক বড় পর্দার জন্যই।”
উল্লেখযোগ্যভাবে, এর আগে সৃজিত হিন্দি ভাষায় ‘শেখর হোমস’ নামে একটি ওয়েব সিরিজের কাজ করেছিলেন, যা বিবিসি প্রযোজিত। সেখানে অভিনয় করেছিলেন কে কে মেনন ও রণবীর শোরে। তবে সিরিজের শেষ পর্বগুলো তিনি নিজে পরিচালনা না করে দায়িত্ব দেন পরিচালক রোহন সিপ্পিকে।
নতুন আন্তর্জাতিক উদ্যোগটি নিয়ে আশাবাদী সহ-প্রযোজক শাহনাব আলম। তিনি বলেন,
“সৃজিতের কাজের প্রতি আমার গভীর আস্থা আছে। আমি নিশ্চিত, এই ছবিটিও আন্তর্জাতিক মানের একটি প্রজেক্ট হবে।”
তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন—এই ইংরেজি ছবিতে কে অভিনয় করবেন আর্থার কোনান ডয়েল ও শার্লক হোমসের ভূমিকায়? এই বিষয়ে সৃজিত ও শাহনাব দুজনই মুখে কুলুপ এঁটেছেন। সৃজিতের ভাষায়,
“সব কিছুই ক্রমশ প্রকাশ্য।”
রহস্যের কারিগর সৃজিত এবার সত্যিই যেন নিজের জীবনকেই পরিণত করছেন এক সিনেমাটিক রহস্যগল্পে।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।