মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

বাস্তব অভিজ্ঞতাই ভ্রমণের মূল— জারিন খান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১২:৪১

সংগৃহীত

বলিউডের গ্ল্যামার জগতের পরিচিত মুখ জারিন খান ভ্রমণ মানেই বিলাসিতা— এই ধারণা মানেন না একেবারেই। তাঁর কাছে ভ্রমণ মানে বাস্তব জীবনের ছোঁয়া, মাটির কাছাকাছি থাকা অভিজ্ঞতা।

সম্প্রতি বলিউড হাঙ্গামা-কে দেওয়া এক সাক্ষাৎকারে জারিন বলেন,

“যখন আমি ভ্রমণে যাই, তখন আমি একেবারে হিপি হয়ে যাই। আমি সেই অভিনেত্রী নই, যে গাউন পরে ছবি তোলার জন্য ঘুরতে যাই। আমার সঙ্গে থাকে শুধু একটা ব্যাকপ্যাক, আর আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই।”

তিনি জানান, বিলাসবহুল রিসোর্ট, দামি পোশাক বা নিখুঁত ফটোশুট তাঁর ভ্রমণের সংজ্ঞায় নেই। বরং প্রতিটি ভ্রমণ তাঁর জীবনে এনে দেয় নতুন শেখা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন।

“আমি এত জায়গায় গিয়েছি যে, অনেকগুলোর নামও মনে থাকে না। কিন্তু প্রতিটি সফর আমাকে নতুন কিছু শিখিয়েছে,” — বলেন জারিন।

অভিনয় থেকে বেশ কিছুদিন দূরে থাকলেও জারিন বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়। ভ্রমণপ্রিয় এই তারকা নিয়মিত নিজের ভ্রমণ অভিজ্ঞতার ছবি ও গল্প ভাগ করে নিচ্ছেন ভক্তদের সঙ্গে।

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top