প্রিন্স সিনেমায় আবারও সাকিবের সাথে জুটি বাধবেন ইধিকা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১৪:২৩
বাংলাদেশ ও কলকাতার দর্শকের কাছে পরিচিত মুখ ইধিকা পাল এখন সিরিয়াল পেরিয়ে সিনেমার জগতে নিজের শক্ত অবস্থান গড়েছেন। কলকাতার জনপ্রিয় ধারাবাহিকের নিয়মিত মুখ হিসেবে খ্যাতি পাওয়া এই নায়িকার জীবনে বড় মোড় আসে ২০২৩ সালের জুনে, যখন তিনি হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে অভিষেক করেন।
সিনেমায় ‘ইতি’ চরিত্রে অভিনয় করে ইধিকা দর্শক ও সমালোচক—উভয়ের কাছেই প্রশংসা পান। ‘প্রিয়তমা’ ব্যবসায়িক সফলতার পাশাপাশি ইধিকার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যায়। এরপর তিনি টালিউডে সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করেন ‘খাদান’ সিনেমায়, যা দর্শকপ্রিয়তা অর্জন করে।
ঢাকাই সিনেমাতেও ইধিকা সক্রিয় রয়েছেন। শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন ‘বরবাদ’ সিনেমায় (‘নীতু’ চরিত্রে) এবং পরবর্তীতে ‘বহুরূপ’ ও ‘রঘু ডাকাত’ সিনেমায় নিজের দক্ষতা প্রমাণ করেছেন।
এবার নতুন গুঞ্জন অনুযায়ী, ইধিকা শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন ঈদুল ফিতরের সিনেমা ‘প্রিন্স’-এ। প্রিন্স টিমের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রায় ২৮ লাখ ভারতীয় রুপিতে ইধিকার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে, যার মধ্যে ১৫ লাখ রুপি ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা কিছু সময়ের মধ্যেই আসবে।
‘প্রিন্স’ নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত হবে। এতে থাকবে ক্রাইম, লাভ, অ্যাকশন ও ইমোশনের সমন্বয়। সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত, গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন এবং চিত্রনাট্য লিখেছেন মোহাম্মদ নাজিম উদ্দিন।
এদিকে ইধিকা বর্তমানে লন্ডনে শুটিং করছেন ‘প্রজাপতি ২’-এর, যেখানে দেবের সঙ্গে একসঙ্গে কাজ করছেন। এতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, পরপর তিনটি সিনেমায় দেব ও ইধিকার জুটি দর্শককে আনন্দ দিতে প্রস্তুত।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।