মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

সালমান শাহ হত্যা মামলা: ২৯ বছর পর মুখ খুললেন শাবনূর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১৫:৫৫

সংগৃহীত

ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ'র রহস্যজনক মৃত্যুর ২৯ বছর পর নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি এই মামলায় তাঁর সাবেক স্ত্রী সামিরা হক ও অভিনেতা ডনসহ ১১ জনকে আসামি করা হয়েছে।

আদালতের নির্দেশে মামলা শুরু হওয়ার পর এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি দীর্ঘ বিবৃতি দেন।

শাবনূর জানান, সালমান শাহ ছিলেন তাঁর অত্যন্ত প্রিয় সহ-অভিনেতা। তাঁদের সফল জুটি অনেকের ঈর্ষার কারণ হয়েছিল, তাই কেউ কেউ নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে তাঁদের সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়েছে।

অভিনেত্রী বলেন, সালমান শাহ কীভাবে মারা গেছেন তা আমি সত্যিই জানি না। আমি শুধু তার মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করি। যে-ই দোষী হোক না কেন, তাকে যেন আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হয়। তিনি সালমানের মা নীলা চৌধুরীর প্রতিও আন্তরিক সহমর্মিতা জানিয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top