মাতৃত্ব আমার জীবনের স্বপ্ন:রাশমিকা মান্দানা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১৪:৫৫
দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার সম্পর্ক নিয়ে শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে। ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এ একসঙ্গে কাজ করার পর থেকে তাদের বন্ধুত্বকে ঘনিষ্ঠতার পর্যায়ে দেখার পরামর্শ দিয়েছে ভক্তরা। তবে বিয়ে বা বাগদানের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
কিছুদিন আগে ভারতীয় গণমাধ্যমে খবর ছড়ায়, ঘরোয়া আয়োজনেই নাকি রাশমিকা-বিজয় বাগদান করেছেন। তবে তা এখনো উভয়ের পক্ষেই স্বীকার বা অস্বীকার হয়নি।
সম্প্রতি ‘দ্য গার্লফ্রেন্ড’ ছবির প্রচারে গিয়ে রাশমিকা জানান, মাতৃত্ব তার জীবনের স্বপ্ন। তিনি বলেন, “আমি এখনো মা হইনি। কিন্তু আমি জানি, একদিন হবো। আমি এই ছোট্ট মানুষদের জন্য এক ধরনের ভালোবাসা অনুভব করি, যারা এখনো পৃথিবীতে আসেনি। তাদের রক্ষা করতে চাই।”
নিজের জীবনযাপন ও ফিটনেস নিয়েও তিনি বলেন, “অতিরিক্ত কাজ করবেন না। এটা টেকসই নয়। নিজের জন্য সময় নিতে হবে, পরিবারকে সময় দিতে হবে।”
রাশমিকা মান্দানার ক্যারিয়ার শুরু হয় মডেলিং দিয়ে। ২০১২ সালে তিনি ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ অব ইন্ডিয়া’ খেতাব জেতেন। এরপর ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় এবং তাকে দক্ষিণী ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড এনে দেয়। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নীকেবারু’ ও ‘পুষ্পা’-র মতো ছবিতে তিনি দর্শকদের মন জয় করেছেন।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার সিনেমা ‘থাম্মা’, যেখানে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানার বিপরীতে, দীপাবলির সময় বক্স অফিসে সাফল্য পেয়েছে।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।