বাংলাদেশে আসছেন অরিজিৎ সিং
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১৮:০৯
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং আসছেন বাংলাদেশে। কোটি কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নেওয়া এই তারকা গায়ক এবার সরাসরি মঞ্চে গান শোনাবেন বাংলাদেশের সংগীতপ্রেমীদের।
ট্রিপল টাইম কমিউনিকেশন ও টিকিট টুমোরো প্ল্যাটফর্ম থেকে অরিজিৎ সিংয়ের বাংলাদেশে আসা নিয়ে ইতোমধ্যেই অনলাইন প্রচারণা শুরু হয়েছে। তবে কবে, কোথায় এবং কীভাবে তার এই কনসার্ট অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো ঘোষণা আসেনি।
এর আগে ২০১৬ সালে ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শিরোনামে এক মনোমুগ্ধকর কনসার্টে পারফর্ম করেছিলেন তিনি ঢাকার আর্মি স্টেডিয়ামে। সেই স্মরণীয় আয়োজনের প্রায় এক দশক পর আবারও বাংলাদেশের শ্রোতাদের সামনে গান শোনাবেন এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী।
সংগীতপ্রেমীরা ইতিমধ্যেই অরিজিৎ সিংয়ের আগমন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।