বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

অবশেষে ঘোষণা এলো ‘দেলুপি’-র মুক্তির তারিখ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১৮:১৯

সংগৃহীত

বাংলাদেশের সিনেমাপ্রেমীদের জন্য এল সুখবর। অবশেষে ঘোষণা এলো বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দেলুপি’-র মুক্তির তারিখের। মোহাম্মদ তাওকীর ইসলামের পরিচালনায় নির্মিত এই সিনেমাটি প্রথমে ৭ নভেম্বর খুলনায় মুক্তি পেতে যাচ্ছে। আর এর ঠিক এক সপ্তাহ পর, ১৪ নভেম্বর থেকে সারাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।

গত সোমবার সকাল ১১টার দিকে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে মুক্তির তারিখ ঘোষণা করে। পোস্টের ক্যাপশনে লেখা হয়—

“নভেম্বরের ০৭ তারিখে, আসছে দেলুপি খুলনাতে, সারাদেশের মানুষ দেখবে, পরের সপ্তাহ ১৪-তে।

টিকিট কাটো, ফুর্তি বাটো, ভাই-ভাতিজা-ফুপুরা, দেলুপিতে লাগবে যে ধুম, মন হবে সব ফুরফুরা।” খুলনায় আগে মুক্তির সিদ্ধান্ত প্রসঙ্গে পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন,

“আমরা চেয়েছি, যে অঞ্চলের গল্প ও চরিত্র নিয়ে ‘দেলুপি’ তৈরি হয়েছে, সেই অঞ্চলের মানুষই যেন সবার আগে এটি দেখতে পারে। খুলনায় শুধু সিনেমা হলেই নয়, আমরা ইউনিয়ন ও গ্রাম পর্যায়েও প্রদর্শনের ব্যবস্থা করব, যাতে সবাই সহজে সিনেমাটি উপভোগ করতে পারে।”

তিনি আরও যোগ করেন,

“আমাদের লক্ষ্য শুধু প্রেক্ষাগৃহ নয়, মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া। এখন অপেক্ষা, সিনেমাটি দর্শকের কাছে পৌঁছানোর।”

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top