পুনরায় বাংলাদেশে আসছেন ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং

বিনোদন ডেস্ক: | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১২:০৭

ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং আবারও বাংলাদেশে আসছেন। তার মিষ্টি কণ্ঠে মুগ্ধ কোটি কোটি শ্রোতা; তার গান ভরা প্রেম, বেদনা ও স্মৃতির মায়াজালে। এবার সরাসরি মঞ্চ মাতাতে আসছেন তিনি বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য।

ট্রিপল টাইম কমিউনিকেশন ও টিকিট টুমোরো প্ল্যাটফর্ম ইতিমধ্যেই অরিজিৎ সিং-এর আগমনের বিষয়ে অনলাইন প্রচারণা শুরু করেছে। তবে কবে তিনি আসবেন সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

উল্লেখ্য, এর আগেও ২০১৬ সালে অরিজিৎ সিং ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শিরোনামে আর্মি স্টেডিয়ামে পারফর্ম করেছিলেন। তার সেই পারফরম্যান্স এখনো ভক্তদের স্মৃতিতে তাজা।

বাংলাদেশের সংগীতপ্রেমীরা আবারও তার কণ্ঠের যাদুতে মাতোয়ারা হওয়ার অপেক্ষায় রয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top