বৃহঃস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

'দম' মুক্তির পর নিজেকে পোক্ত অভিনেত্রী বলবো

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১৩:১৯

সংগৃহীত

আগামী ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘দম’-এর মহরত অনুষ্ঠিত হলো বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, আফরান নিশো ও অভিনেত্রী পূজা চেরীসহ সিনেমার কলাকুশলীরা।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘দম’ একটি সারভাইভাল ঘরানার সিনেমা, পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি। নির্মাতার মতে, খুব শিগগিরই শুরু হবে সিনেমার শুটিং এবং এটি মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে।

আগে থেকেই চঞ্চল চৌধুরীর উপস্থিতি নিশ্চিত থাকলেও, মহরতে প্রথমবার ঘোষণা দেওয়া হয়— পূজা চেরী থাকছেন আফরান নিশোর বিপরীতে নায়িকা হিসেবে।

অনুষ্ঠানে ভিন্নভাবে হাজির হন পূজা চেরী। তিনি পালকীতে চড়ে মঞ্চে আসেন, আর তাকে নামতে সহায়তা করেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো।

মঞ্চে উঠে পূজা বলেন, “এই সিনেমায় আমার কোনো মেকআপ নেই। পুরোপুরি ন্যাচারাল লুকে দেখা যাবে আমাকে। তাই এখন থেকেই মেকআপ থেকে নিজেকে দূরে রাখছি।”

তিনি আরও যোগ করেন, “এই চরিত্রে অভিনয় শেষ হলে হয়তো নিজেকে সত্যিকারের একজন অভিনেত্রী মনে হবে।”

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top