বৃহঃস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

'আমাকে অনেকেই লেডি সুপারস্টার বলেন'

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১৩:৪৮

সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এবার পর্দায় আসছেন এক সাংবাদিকের চরিত্রে। অদিতি রায় পরিচালিত ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’–এ তাকে দেখা যাবে ক্রাইম জার্নালিস্ট অনুমিতার ভূমিকায়। সিরিজটি মুক্তি পাবে আগামী ৭ নভেম্বর, ডিজিটাল প্ল্যাটফর্ম হইচই–এ।

সিরিজটির গল্প আবর্তিত হয়েছে মহিলা সংশোধনাগারকে ঘিরে, যেখানে পুরুষের প্রবেশাধিকার না থাকা সত্ত্বেও একাধিক বন্দি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। সেই রহস্যের অনুসন্ধানে নামবেন সাংবাদিক অনুমিতা—অর্থাৎ শুভশ্রী।

এই সাহসী চরিত্রে অভিনয় নিয়ে শুভশ্রী বলেন, “আমি খুব খুশি যে এমন চরিত্রে আমাকে ভাবা হয়েছে। এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার, কারণ বাস্তবে এমন ঘটনা ঘটে কিন্তু আলোচনা হয় না। শিল্পী হিসেবে আমাদের প্রতিবাদের ধরন ভিন্ন।”

তবে সিরিজের প্রচারণার মাঝেই শুভশ্রী আলোচনায় আসেন অন্য কারণে। ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি প্রশ্ন তোলেন ‘লেডি সুপারস্টার’ তকমা নিয়ে। শুভশ্রী বলেন,

“আমাকেই অনেকে লেডি সুপারস্টার বলেন। কিন্তু শুধুই ‘সুপারস্টার’ বলতে কখনও কোনও অভিনেত্রীকে শুনেছেন? এটাও তো আমাদের মাইন্ডসেট। হয়তো আস্তে আস্তে বদলাবে।”

এর আগে শুভশ্রী অভিনীত সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সমালোচক ও দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছিল। নতুন সিরিজে তার অভিনয় নিয়ে দর্শকদের প্রত্যাশাও তুঙ্গে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top