কনসার্টে আজানের আগে গান থামিয়ে দিলেন সোনু নিগম
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১৪:০৪
ভারতের শ্রীনগরে একটি কনসার্টে পারফর্ম করতে গিয়ে বলিউড গায়ক সনু নিগম আজানের আগে তার পারফরম্যান্স থামিয়ে দর্শকদের দু'মিনিট সময় চেয়েছেন। এরপর আজান শেষ হওয়ার পরই আবার অনুষ্ঠান শুরু করেন।
ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর সনু নিগমকে প্রশংসায় ভাসানো হচ্ছে। কনসার্টের সময় তিনি বলেন,
“আমাকে দুই মিনিট সময় দিন, এখানে এখনই আজান শুরু হবে।”
কয়েক বছর আগে আজান নিয়ে বিতর্কে জড়িয়ে সমালোচিত হয়েছিলেন সনু নিগম। ২০১৭ সালে তিনি লাউডস্পিকারে আজান প্রচারের সমালোচনা করেছিলেন। তবে এবার তিনি আজানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে নতুন মনোভাব দেখিয়েছেন, যা সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হয়েছে।
অনেকে মন্তব্য করছেন, অতীতের বিতর্ক পেরিয়ে পারস্পরিক সম্মান ও সহনশীলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন সনু নিগম।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।