বৃহঃস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

‘টাকা’র গল্পে জোভান-পায়েল

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১৭:২৩

সংগৃহীত

অর্থের মোহে মানুষ কী না করে! কেউ সৎপথে পরিশ্রম করে এগিয়ে যায়, আবার কেউ শর্টকাট পথে সহজেই বড়লোক হওয়ার স্বপ্ন দেখে। এমনই টাকার মোহ, প্রলোভন ও অন্ধকার জগতের গল্প নিয়ে নির্মিত হয়েছে ডার্ক কমেডি নাটক ‘টাকা’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তারেক রহমান।

নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী কেয়া পায়েল। পরিচালক তারেক রহমান জানান, “বাংলাদেশে ডার্ক কমেডি থ্রিলার ঘরানার নাটক খুব একটা তৈরি হয় না। তাই দর্শকদের জন্য কিছু ভিন্ন অভিজ্ঞতা দিতে ‘টাকা’ নির্মাণ করেছি। এখানে অর্থলোভ, মানবিকতা, এবং অন্ধকার জগতের নানা দিক উঠে আসবে। জোভানের চরিত্রে রয়েছে মানসিক জটিলতা ও চমকপ্রদ টুইস্ট, যা দর্শকদের নতুনভাবে ভাবাবে।”

‘টাকা’ নাটকে আরও অভিনয় করেছেন শিবা সানু, ডন হক, আরমান পারভেজ মুরাদ, এ কে আজাদ সেতু, পারভেজ সুমন ও সাইমুম সাজিদ।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top