‘শিয়াল মুরগিকে ধরে ফেলল’ রাসেলের কড়া জবাব
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১১:২৭
সাত মাসের প্রেমের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন টিকটক ও মিউজিক ভিডিওর জনপ্রিয় মুখ অনামিকা ঐশী এবং রাসেল খান। গেল ২৭ অক্টোবর, দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
রাসেল খান জানান, “নিজেদের পছন্দের কথা দুই পরিবারকে জানাই। এরপর বিয়েটা পারিবারিকভাবে হয়েছে। সবার জীবনে ভালো-মন্দ অতীত থাকে, আমরা সেই অতীত ফেলে সুন্দর ভবিষ্যৎ গড়তে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”
তাদের বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ কটূ মন্তব্য করে এই জুটিকে ‘শিয়াল-মুরগি’ বলেও সম্বোধন করেন।
এসব সমালোচনার জবাবে রাসেল খান রসিক ভঙ্গিতে বলেন,
“অনেকেই বলছিল আমরা নাকি প্রেম করছি না, ফান করছি! বলেছিল, আমি শিয়াল হয়ে ঐশীকে ইউজ করব, বিয়ে করব না। তাই তাদের বলছি—শিয়াল মুরগিকে ধরে ফেলল!”
প্রিয়জন ঐশীকে নিজের জীবনের ‘আফ্রিকার জঙ্গল থেকে কুড়িয়ে আনা ডায়মন্ড’ উল্লেখ করে রাসেল আরও বলেন,
“প্রিয় মানুষকে ভালোবেসে আগলে রাখাই আসল কথা। অযত্নে ফেলে রাখা ফুল না ভেবে, মনে করা উচিত সে আসলে এক মূল্যবান হীরা।”
বিয়ের পর হানিমুনের পরিকল্পনাও করেছেন এই নবদম্পতি। রাসেল জানিয়েছেন, তারা শিগগিরই দেশের বাইরে ঘুরতে যাবেন।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।