সব জমা আছে প্রতিশোধের খাতায়: অরুণা বিশ্বাস
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১২:৫০
ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। এবার কানাডা থেকে দেওয়া তার একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ঘিরে ফের শুরু হয়েছে বিতর্ক।
শুক্রবার (৩১ অক্টোবর) নিজের ফেসবুক প্রোফাইলে অরুণা বিশ্বাস লিখেছেন,
“সব জমা আছে প্রতিশোধের খাতায়, আর ভুল হবে না।”
তার এই পোস্টের নিচে অনেকেই সমালোচনামূলক মন্তব্য করেছেন। এক মন্তব্যে একজন লিখেছেন, “সময় বহমান হলেও অতীত কখনোই অকৃতজ্ঞ ও বেঈমানকে ক্ষমা করে না।” ওই মন্তব্যের জবাবে অরুণা বিশ্বাস লেখেন,
“বিটিভি নিয়ে কি জ্বলাপোড়া শুরু হইছিল! কেন পোড়া বিটিভিতে আমরা গেলাম? আরে তোরা তো সব সুন্দর ধ্বংস করার জন্য, পোড়ানোর জন্য জন্মাইছিস! আর আমরা জন্মাইছি সৃষ্টি করার জন্য। ওরাই ঈদের অনুষ্ঠানের নামে সব টাকা নিয়া আসছে। তখন লজ্জাও লাগে নাই, ঘেন্নাও লাগে নাই।”
এর কিছুক্ষণ পর তিনি আরেকটি পোস্টে লেখেন,
“হা হা হা। এ জন্য এখন শিল্পীরা প্রোগ্রাম করেও টাকা পায় না। আফসোস। বেচারা শিল্পীরা ওদের বিশ্বাস করে কি ভুলই না করছে।”
উল্লেখ্য, ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আলোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর কথোপকথন ফাঁস হওয়ার পর অরুণা বিশ্বাস সমালোচনার মুখে পড়েন। ওই গ্রুপে তিনি ছাত্রদের ওপর গরম পানি ঢালার পরামর্শ দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে, যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
পরবর্তীতে ৫ আগস্ট সরকার পতনের পর তিনি দেশ ছেড়ে কানাডায় চলে যান। বিদেশে অবস্থান নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নানা ইস্যুতে নিয়মিত মন্তব্য করে যাচ্ছেন।
অরুণা বিশ্বাসের সাম্প্রতিক এই পোস্টগুলো নিয়ে ইতোমধ্যেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে— কেউ এটিকে ‘ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ’ বলছেন, আবার কেউ এটিকে ‘পুরোনো বিতর্কের পুনরাবৃত্তি’ বলে মন্তব্য করছেন।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।