শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

‘ভালো কাজের অপেক্ষায় আছি’ — নতুন সিনেমা নিয়ে মুখ খুললেন বিদ্যা সিনহা মিম

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১৩:১৯

সংগৃহীত

কখনো হ্রদের ধারে নির্জন রিসোর্টে, কখনো পাহাড়ের পাদদেশে সূর্যাস্তের আলোয় হাসিমাখা মুখ— এমন সব ছবিতে ভরে থাকে জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সামাজিক যোগাযোগমাধ্যম। কখনও একা, কখনও স্বামী সনি পোদ্দার-এর সঙ্গে, কখনওবা বিদেশে ছুটি কাটাতে— প্রতিটি ফ্রেমেই জীবনকে উপভোগ করতে দেখা যায় এই তারকাকে।

মিমের অফিসিয়াল ফেসবুক পেজে বর্তমানে ফলোয়ার সংখ্যা সাড়ে ছয় মিলিয়নেরও বেশি। ভক্তরা তার নিয়মিত ভ্রমণ, ফটোশুট ও ব্র্যান্ডিং পোস্টে মুগ্ধ হলেও, অনেকেই জানতে চান— কবে ফিরছেন বড় পর্দায় নতুন সিনেমা নিয়ে?

২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ ছবিতে অনন্যা চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান মিম। ওই ছবিই যেন তার ক্যারিয়ারে নতুন উচ্চতা এনে দেয়। তবে ‘পরাণ’-এর পর বড় পর্দায় তেমনভাবে দেখা যায়নি তাকে। এরপর তিনি অভিনয় করেছেন ‘দামাল’ এবং ‘অন্তর্জাল’ সিনেমায়, কিন্তু ‘পরাণ’-এর মতো সাড়া আর পাননি।

এই নীরবতা নিয়ে জানতে চাইলে মিম স্পষ্ট ভাষায় বলেন,

“আমি ইচ্ছে করলেই পরাণ-এর পর ১০–১৫টা সিনেমা করে ফেলতে পারতাম। কিন্তু সেগুলো ততটা মানের হতো না। আমি ভালো কাজের অপেক্ষা করছি। যখন ভালো কিছু হবে, তখন সবাই জানবেন।”

তিনি আরও যোগ করেন,

“বছরে ডজনখানেক নিম্নমানের সিনেমা করার চেয়ে না করাই ভালো মনে করি। কেউ চাইলেই আমি সিনেমা করব— এমন নয়। সিনেমার ক্ষেত্রে সবকিছু আমার মনমতো হতে হবে। দর্শকদের প্রত্যাশা নষ্ট করার কোনো মানে হয় না।”

মিম জানিয়েছেন, গেল কয়েক মাসে তিনি প্রায় অর্ধ-ডজন চিত্রনাট্য পড়েছেন, যার বেশিরভাগ গল্পই তার ভালো লেগেছে। কয়েকজন নির্মাতার সঙ্গে চলছে আলোচনা। ব্যাটে-বলে মিললেই আসবে নতুন কাজের ঘোষণা।

চলচ্চিত্রের পাশাপাশি মিম এখন দেশের শীর্ষ ব্র্যান্ড অ্যাম্বাসাডরদের একজন। বড় বড় প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে নিয়মিত দেখা যায় তাকে। নভেম্বরের শুরুতে একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিংয়ে মালদ্বীপে যাওয়ার কথা রয়েছে তার।

ফেরার পরই নায়িকার কাছ থেকে আসতে পারে নতুন কোনো চমক— এমন ইঙ্গিত দিয়েছেন ঘনিষ্ঠ সূত্র। ততদিন পর্যন্ত অনুরাগীদের অপেক্ষাই যেন একমাত্র পথ।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top