শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

সিরিয়ালে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শুভশ্রী গাঙ্গুলী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১৭:৩৬

সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী বর্তমানে টলিউডের সবচেয়ে নির্ভরযোগ্য নায়িকাদের একজন। বড় পর্দা থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্ম— সর্বত্রই নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন তিনি। এই বছরই তার ঝুলিতে এসেছে ‘গৃহপ্রবেশ’ ও *‘ধূমকেতু’*র মতো সফল ছবি, যা প্রমাণ করে টলিউডের প্রযোজকদের কাছে এখন তিনি আস্থার আরেক নাম।

তবে এই অবস্থানে পৌঁছানো শুভশ্রীর জন্য একদম সহজ ছিল না। এমন এক সময়, যখন কমার্শিয়াল বাংলা ছবিতে নায়িকারা প্রায়ই কেবল ‘প্রপ’ চরিত্রে সীমাবদ্ধ থাকতেন, তখনও শুভশ্রী নিজের লক্ষ্য ঠিক করে রেখেছিলেন— বড় পর্দার নায়িকা হওয়ার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভশ্রী জানিয়েছেন, তার ক্যারিয়ারের একদম শুরুর দিকে ঘটেছিল এক চমকপ্রদ ঘটনা। কলকাতায় প্রথমবার আসার পরই তিনি পেয়েছিলেন বলিউডের নামকরা পরিচালক অনুরাগ বসুর কাছ থেকে অভিনয়ের প্রস্তাব। তবে সেটি কোনো সিনেমার চরিত্র নয়, বরং একটি হিন্দি সিরিয়ালের নায়িকা হিসেবে অভিনয়ের সুযোগ ছিল।

কিন্তু শুভশ্রী সেই প্রস্তাব গ্রহণ করেননি। বিনয়ের সঙ্গে অনুরাগ বসুকে তিনি বলেছিলেন,

“আমি তো সিরিয়ালে অভিনয় করতে আসিনি দাদা, ছবিতে কাজের সুযোগ থাকলে আমাকে ডেকো।”

তার এই আত্মবিশ্বাসী জবাবেই মুগ্ধ হয়েছিলেন অনুরাগ বসু। পরিচালক তখনই নাকি শুভশ্রীকে বলেছিলেন— “তুমি অনেক দূর যাবে।”

এরপর ‘পিতৃভূমি’ ছবিতে সাইড রোল দিয়ে টলিউডে যাত্রা শুরু করেন শুভশ্রী। কিন্তু ভাগ্যের মোড় ঘুরে যায় রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘চ্যালেঞ্জ’ ছবিতে দেবের বিপরীতে অভিনয়ের মাধ্যমে। সেই সিনেমাই তাকে টলিউডের শীর্ষ নায়িকার আসনে পৌঁছে দেয়।

শুরু থেকেই নিজের লক্ষ্য ও অবস্থানে অবিচল থাকা শুভশ্রী আজও প্রমাণ করে চলেছেন— দৃঢ়তা, আত্মবিশ্বাস ও অধ্যবসায় থাকলে সাফল্য সময়ের অপেক্ষা মাত্র।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top