শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

লজ্জায় স্কুলে যান না ইমরান হাশমির ছেলে, কিন্তু কেন?

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১৮:২৫

সংগৃহীত

বলিউডের ‘কিসিং কিং’ খ্যাত অভিনেতা ইমরান হাশমি সম্প্রতি আলোচনায় এসেছে তার কামব্যাক সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর একটি ক্যামিও দৃশ্যকে কেন্দ্র করে। সিরিজটিতে ইমরান হাশমি অভিনয় করেছেন আসল নিজের চরিত্রে, যেখানে অভিনেতা রাঘব জুয়েলকে ইনটিমেসি শেখাচ্ছেন।

যদিও ইমরান এই দৃশ্যটি একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে করা হয়েছে বলে জানিয়েছেন, তবে তার ছেলে আয়ন হাশমি এই মুহূর্তে স্কুলে লজ্জায় পড়েছেন। ইমরান হাশমি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “আয়ন এটা নিয়ে খুব লজ্জিত। স্কুলে বন্ধুদের খোঁচায় সে এখন স্কুলে যেতে চায় না। ওদের কিছু সোসাইটি আছে, সেখানে সব বন্ধুই বলছে—‘কেন তুমি ইনটিমেসি কোচ হচ্ছ না?’”

অভিনেতা আরও বলেন, “মজার ছলেই এসব বলা হয়, কিন্তু আয়ান প্রতিদিন স্কুলে এসে আমাকে বলে—‘তুমি আমার জন্য স্কুলের সবকিছু নষ্ট করে দিছো, এটা এখন একটা নিয়মিত জোক।’”

তবে ইমরান হাশমি আশা প্রকাশ করেছেন, সময়ের সঙ্গে সব কিছু স্বাভাবিক হবে এবং এটি শুধুই সাময়িক বুদ্ধি-ভিত্তিক লজ্জার বিষয়।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top