মিঠুনের প্রশংসায় রাজ চক্রবর্তী
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১৮:৩৩
দীর্ঘ কয়েক দশক ধরে বাংলা ও হিন্দি সিনেমায় নিজের ছাপ রেখেছেন মিঠুন চক্রবর্তী। ‘মৃগয়া’ থেকে শুরু করে ‘কাবুলিওয়ালা’ পর্যন্ত, ৭৫ বছর বয়সেও তার অভিনয় দক্ষতা অপ্রতিদ্বন্দ্বী। তবে বহুজনের মধ্যে প্রশ্ন থাকে—মিঠুন কি রাগী? তার সঙ্গে কাজ করা কি পরিচালকদের জন্য চ্যালেঞ্জ?
এই সব প্রশ্নের উত্তর দিলেন পরিচালক রাজ চক্রবর্তী, যিনি ২০২৪ সালে মিঠুন, শুভশ্রী এবং ঋত্বিক অভিনীত ‘সন্তান’ ছবিতে কাজ করেছেন। ভারতীয় এক গণমাধ্যমকে তিনি জানান, “যখন একজন বড় অভিনেতার সঙ্গে কাজ করছেন, তখন কিছুটা হোমওয়ার্ক করে যেতে হয়। ফ্লোরে যদি আপনি নিজে কনফিউজড থাকেন, উনি সেটা বুঝে যাবেন। উনি টেকনিক্যালি ভীষণ স্ট্রং।”
মিঠুনের অভিনয়শৈলী নিয়ে রাজ বলেন, “মিঠুন চক্রবর্তী ওয়ান টেক অ্যাক্টর। তিনি একবার টেক দেবেন। আপনি যদি বারবার টেক নিতে চান, তাহলে আপনাকে বোঝাতে হবে কেন এবং সঠিকভাবে বর্ণনা করতে হবে। না হলে তিনি দ্বিতীয়বার টেক দেবেন না।”
রাজ আরও উল্লেখ করেন, “উনি কখনো রেগে যাননি। কাজ শেষ হয়ে গেলেও ফ্লোরেই থাকতেন, অন্য অভিনেতারা যখন অভিনয় করতেন, তখনও উনি সঠিক ইমোশন দিয়ে পাশে দাঁড়াতেন। মুডি বলা যায় না এই মানুষটাকে।”
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।