রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

বলিউডের বাদশাহর আজ ৬০! কিং খানের জন্মদিনে এক ঝলকে তাঁর জীবন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১২:৪৪

সংগৃহীত

তিনি বলিউডের 'বাদশাহ', প্রেমের প্রতীক, গ্লোবাল স্টার। বলছি সুপারস্টার শাহরুখ খানের কথা। আজ ২ নভেম্বর তাঁর ৬০তম জন্মদিন। তিন দশক ধরে কোটি কোটি মানুষের হৃদয়ে রাজ করছেন এই কিং খান।

১৯৬৫ সালে দিল্লিতে জন্ম নেওয়া এই অভিনেতা দিল্লির টেলিভিশন ধারাবাহিক 'ফৌজি' এবং 'সার্কাস' দিয়ে অভিনয় জীবন শুরু করেন। ১৯৯২ সালে 'দিওয়ানা' সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু করে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'। 'কিং অব রোমান্স' হিসেবে তিনি প্রতিষ্ঠিত হন 'কুছ কুছ হোতা হ্যায়', 'দেবদাস', 'ভীর-জারা'-র মতো সিনেমার মাধ্যমে। 'ডর'-এর 'অ্যান্টিহিরো' চরিত্রটিও ছিল দারুণ হিট।

তবে রোমান্সেই থেমে থাকেননি। অ্যাকশন হিরো হিসেবেও তিনি সফল। 'ডন' সিরিজ, এবং সাম্প্রতিক 'পাঠান', 'জাওয়ান'-এর মতো সিনেমায় দেখিয়েছেন দুর্দান্ত অ্যাকশনের মুন্সিয়ানা।

ভারত পেরিয়ে তিনি এখন গ্লোবাল স্টার। কাজের অবসরে তাঁর প্রিয় সঙ্গী গৌরি খান এবং তিন সন্তান আরিয়ান, সুহানা, আব্রাম। পরিবারই তাঁর সবচেয়ে বড় অর্জন, বারবার বলেছেন শাহরুখ।

মানবিকতা, বিনয় এবং মেধার জোরেই ৬০ বছর বয়সেও তিনি এগিয়ে চলেছেন। আজকের বিশেষ দিনে তাঁর মুম্বাইয়ের বাড়ি 'মান্নাত'-এর বাইরে প্রিয় নায়কের এক ঝলক দেখার অপেক্ষায় ভিড় করেছেন হাজার হাজার ভক্ত।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top