ফের প্রেমে মজলেন মালাইকা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৩:৫৪
মুম্বাইয়ের আলো-ঝলমলে কনসার্টে এনরিক ইগলেসিয়াসের তুমুল জনপ্রিয় গান বাজছিল, তখনই নজর কেড়েছে মালাইকা অরোরা। তবে তার পাশে দেখা গেল অর্জুন কাপুরকে নয়, বরং এক রহস্যময় তরুণ—ডায়মন্ড ব্যবসায়ী হর্ষ মেহেতা।
কনসার্টে তারা একসাথে হাসি-মজা ও ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছিলেন। দুজনকেই সাদা পোশাকে দেখা গেছে। হর্ষের সঙ্গে মালাইকার বয়সের পার্থক্য প্রায় ১৯ বছর।
জানা গেছে, অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব বাড়ার পর থেকেই মালাইকা ও হর্ষের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা ধীরে ধীরে রূপ নেয় রোমান্টিক সম্পর্কের। গত বছর জুলাইয়ে স্পেনে ছুটি কাটানোর সময়ও তাদের ছবি ধরা পড়েছিল।
বলিউডের এই ডিভা কি নতুন অধ্যায়ে পা রাখছেন—এই প্রশ্ন এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।