রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

পরিচালক কেনো কৌশানিকে মেকাপ ছাড়া দেখতে চাইলেন?

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৪:১৩

সংগৃহীত

ওপার বাংলার অভিনেত্রী কৌশানি মুখার্জিকে পরিচালক শিবপ্রসাদ চ্যালেঞ্জ দেন, ‘রক্তবীজ ২’-এর চরিত্রের বাস্তবতা ধরে রাখতে মুখে একটিও মেকআপ থাকবে না। শুরুতে হালকা মেকআপ থাকায় পরিচালক হালকা ছলে বলেন, “সব তুলে ফেলো, মুখ যেন একদম প্রাকৃতিক থাকে।” কৌশানী হেসে জবাব দেন, “আজকে আমি কিচ্ছু করিনি।” শেষ পর্যন্ত টিস্যু দিয়ে মেকআপ মুছে দেওয়া হয়।

ছবিতে কৌশানী অভিনয় করছেন অঙ্কুশ হাজরার স্ত্রীর ভূমিকায়। বাংলাদেশি নৃত্যশিল্পী আয়েশা খানের চরিত্রে তার অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে। ক্লাইম্যাক্সের গানও ইতোমধ্যেই জনপ্রিয় হয়েছে।

এর আগে ২০২৪ সালে শিবপ্রসাদ-নন্দিতা রায় পরিচালিত ‘বহুরূপী’ ছবিতে অভিনয় করেন কৌশানী। ‘বহুরূপী’র সফলতার পর এবারের পূজায় ‘রক্তবীজ ২’ও দর্শকের আগ্রহ ধরে রেখেছে।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top