শাহরুখ খান–সালমান শাহের এক সাথে ছবি করার কথা হয়েছিলো
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৪:৫১
১৯৯৫ সালের ১২ আগস্ট ছিল বাংলাদেশের সুপারস্টার সালমান শাহ ও তার স্ত্রী সামিরার বিবাহবার্ষিকী। এ বিশেষ দিনে তারা নেপালে ঘুরতে যান এবং একটি পাঁচতারা হোটেলে ওঠেন। কিন্তু সেই যাত্রায় ঘটে যায় একটি চমকপ্রদ ঘটনা, যা পরে আলোচিত ছবির জন্ম দেয়।
একজন ঘনিষ্ঠ সূত্র জানালেন, হোটেলে পৌঁছানোর পর সালমান শাহ হোটেলের ম্যানেজারকে বলেন, “আজ রাত ৯টা পর্যন্ত যতজন ডিনার করবে, সব বিল আমি দেব।” ম্যানেজারের প্রশ্নের উত্তরে সালমান বলেন, “আজ আমাদের বিবাহবার্ষিকী। আমি বাংলাদেশের সুপারস্টার। এই বিশেষ দিনে বিল আমি দেব।”
হোটেলে তখন উপস্থিত ছিলেন বলিউড কিং শাহরুখ খান তার স্ত্রী গৌরী খানকে সঙ্গে নিয়ে। তারা ডিনার করতে আসার সময় জানতে পারেন, ডিনারের খরচ বহন করছেন সালমান শাহ। এ কথা জেনে শাহরুখ খান ডিনার শেষে ফুল নিয়ে সালমান শাহর রুমে যান। সালমান শাহ বিস্মিত হলেও এ ঘটনার পর দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এরপরেই তোলা হয় তাদের সেই আলোচিত ছবি।
সূত্র আরও জানিয়েছেন, সেই সময় সালমান শাহ ও শাহরুখ খান সিনেমা নিয়ে কথাও বলেন এবং একসাথে সিনেমা করার কথাও হয়। শোনা যায়, ২০১০ সালে শাহরুখ খান প্রথমবার ঢাকায় এসে আর্মি স্টেডিয়ামে সালমান শাহের সঙ্গে সিনেমা নিয়ে আলাপও করেছিলেন।
এভাবেই সালমান শাহ ও শাহরুখ খানের বন্ধুত্ব এবং তাদের ছবির পেছনের গল্পটি প্রকাশ পায়, যা এখনও ভক্তদের মনে উজ্জ্বল স্মৃতি হিসেবে ধরে আছে।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।