এআই-এর দাপটে হলিউডে স্ক্রিপ্ট রিডারদের শঙ্কা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৪:৫৬
হলিউডে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। বিশেষ করে যারা চলচ্চিত্রের চিত্রনাট্য পড়েন ও বিশ্লেষণ করেন, অর্থাৎ স্ক্রিপ্ট রিডাররা, তারা এ নিয়ে উদ্বিগ্ন। কারণ, এআই তাদের কাজ দ্রুতই নিতে পারে। আন্তর্জাতিক বিনোদনভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
হলিউডের চলচ্চিত্র প্রযোজক মরিস চ্যাপডেলেনের ডেস্কে সবসময় চিত্রনাট্যের বিশাল স্তূপ থাকে। সপ্তাহে তিনটি স্ক্রিপ্ট নিজে পড়েন, বাকিগুলো পাঠান ইন্টার্ন বা ফিল্ম স্টুডেন্টদের কাছে। তাদের রিপোর্ট থাকলেও এত কাজ সামলাতে চ্যাপডেলেন হিমশিম খান। এক ইভেন্টে বন্ধুরা তাকে এআই ব্যবহার করার পরামর্শ দিলে, শুরুতে তিনি দ্বিধা প্রকাশ করেন। বলেন, “আমি এআই থেকে কটু দূরে থাকতে চাই। এর কিছু দিক আমাকে সত্যিই ভয় দেয়।”
তবুও চ্যাপডেলেন শেষমেশ ‘গ্রিনলাইট কভারেজ’ নামের একটি এআই পরিষেবা ব্যবহার শুরু করেন। এটি বড় বড় স্ক্রিপ্ট দ্রুত পড়ে সংক্ষেপে তুলে ধরে, গল্প, চরিত্র, গতি ও সংলাপকে ১ থেকে ১০-এর মধ্যে নম্বর দেয় এবং স্ক্রিপ্ট তৈরি করা উচিত কি না, সেই চূড়ান্ত রায়ও জানায়। চ্যাপডেলেন বলেন, “এটি সময় বাঁচানোর অসাধারণ একটি উপায়। আর এআই দিন দিন আরও ভালো হচ্ছে।”
বর্তমানে হলিউডে এআই ব্যবহার বহুগুণে বেড়েছে। অনেক চিত্রনাট্যকার তাদের লেখার খসড়ার মান যাচাই করতে ‘গ্রিনলাইট’-এর মতো টুল ব্যবহার করছেন। ফলে স্ক্রিপ্ট রিডারদের মধ্যে কাজ হারানোর শঙ্কা তৈরি হয়েছে।
এআই শুধু চিত্রনাট্য বিশ্লেষণে সীমাবদ্ধ নয়। প্রোডাকশনের অন্যান্য ক্ষেত্রে যেমন ভিএফএক্স তৈরি, অভিনেতাদের বয়স কমানো, কৃত্রিম অভিনেতা বা ব্যাকগ্রাউন্ড চরিত্র তৈরি, ক্যামেরার অ্যাঙ্গেল ও কম্পোজিশনের জন্য রিয়েল-টাইমে পরামর্শ প্রদানে এআই ব্যবহৃত হচ্ছে। এভাবে, হলিউডের মূল কাজের অংশ হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।