শাহরুখ খানের জন্মদিনে ‘কিং’-এর ফার্স্ট লুক প্রকাশ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৫:০৫
শাহরুখ খানের জন্মদিনে ভক্তদের উচ্ছ্বাস এবার দ্বিগুণ। রবিবার সকালে প্রকাশিত হয়েছে তার আসন্ন সিনেমা ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজার। ১ মিনিট ১৩ সেকেন্ডের টিজার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
টিজার পোস্ট করে শাহরুখ লিখেছেন, “শত দেশে বদনাম হয়েছে, দুনিয়া একটাই নাম দিয়েছে—‘কিং’। সময় এসে গেছে। দেখা হবে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে।”
টিজারের শুরুতেই শাহরুখের কণ্ঠে শোনা যায়, “কতটা খুন করেছি, মনে নাই। ভালো লোক না খারাপ লোক— কখনো জিজ্ঞেস করিনি।” এক লাইনেই যেন ফিরে এসেছে ডন, রাইস ও জাওয়ান-এর কিংবদন্তি ভঙ্গি। ফার্স্ট লুকে দেখা গেছে তাকে সাদা চুল, দাড়ি আর তীক্ষ্ণ দৃষ্টিতে স্টাইলিশ ম্যান হিসেবে।
প্রথম অনুমান অনুযায়ী, ‘কিং’ হতে যাচ্ছে ফুল ফ্লেজড অ্যাকশন সিনেমা, যেখানে রাজত্ব করবে স্টাইল, থ্রিল এবং অ্যাটিটিউড।
সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগেও দর্শক মাতিয়েছেন পাঠান ও ওয়ার দিয়ে। শাহরুখ ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, অভয় ভার্মা। বিশেষ আকর্ষণ হিসেবে দেখা যাবে শাহরুখ কন্যা সুহানা খানকেও।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।