সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

মার্কিন মুলুকে ৫২-তে পা, পরিবারসহ জন্মদিন কাটাচ্ছেন মৌসুমী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১১:৫৫

সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী আরিফা পারভিন মৌসুমী সোমবার (৩ অক্টোবর) পা রাখলেন ৫২ বছরে। তবে এবারের জন্মদিনটিও কাটছে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে—মা, মেয়ে ও বোনের সঙ্গে।

২০২৩ সালের অক্টোবরে নিউইয়র্কে পাড়ি জমান এই জনপ্রিয় নায়িকা। এরপর থেকে আর দেশে ফেরা হয়নি তার। গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্রেই জন্মদিন পালন করছেন মৌসুমী, এবং এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

অভিনেত্রীর স্বামী ও ঢাকাই সিনেমার তারকা ওমর সানী জানিয়েছেন, মৌসুমীর মা অসুস্থ। তাঁর সেবা-যত্নের কারণেই আপাতত দেশে ফেরা সম্ভব হচ্ছে না নায়িকার। তবে দূরে থেকেও তিনি দিনটিকে বিশেষ করে তুলতে প্রস্তুত।

ওমর সানী বলেন, “মৌসুমীর মা’কে এখন অনেক যত্ন নিতে হচ্ছে। ও মা, মেয়ে ও বোনের সঙ্গে ভালো আছে। আমরা দূর থেকেও দিনটা উদযাপন করব।”

নব্বইয়ের দশকে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’, ‘অজান্তে’,‘দোলনা’ সহ একাধিক সুপারহিট সিনেমায় অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন মৌসুমী। সিনেমা ও নাটক—দুই মাধ্যমেই সমানভাবে জনপ্রিয় ছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও পরিচালক হিসেবেও নিজের সক্ষমতা প্রমাণ করেছেন।

এদিকে জন্মদিন উপলক্ষে দেশে থাকা মৌসুমীর অসংখ্য ভক্ত-অনুরাগীও নানা উদ্যোগ নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন এই প্রিয় অভিনেত্রী।

তবে মৌসুমী জানিয়েছেন, “দেশে থাকলে উদযাপনটা আরও একটু বিশেষ হতো। তবু পরিবারের সঙ্গে শান্তিতে সময় কাটাচ্ছি, সেটাই এখন সবচেয়ে বড় সুখ।”

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top