৫২ বছরে প্রিয়দর্শিনী মৌসুমী: সিনেমার 'কেয়ামত' থেকে পরিচালনায় যাত্রা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৩:০৫
ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী, জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর আজ শুভ জন্মদিন। দেখতে দেখতে ৫২ বছরে পা রাখলেন তিনি। ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনা জেলায় জন্মগ্রহণ করেন এই গুণী শিল্পী। তার বাবার নাম নাজমুজ্জামান মনি এবং মায়ের নাম শামীমা আখতার জামান।
ছোটবেলা থেকেই অভিনয় ও গানের প্রতি তার দারুণ ঝোঁক ছিল। 'আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট'-এ বিজয়ী হয়ে টেলিভিশনে কাজ শুরু করেন। চলচ্চিত্রে তার অভিষেক ঘটে কালজয়ী সিনেমা 'কেয়ামত থেকে কেয়ামত'-এর মাধ্যমে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 'দোলা', 'অন্তরে অন্তরে', 'দেনমোহর'-এর মতো ছবিতে অভিনয় করে অল্প সময়েই দর্শক হৃদয়ে বিশেষ স্থান করে নেন। এখন পর্যন্ত তিনি শতাধিক সিনেমায় অভিনয় করেছেন।
অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেন। তার পরিচালিত ছবিগুলোর মধ্যে রয়েছে 'কখনো মেঘ কখনো বৃষ্টি' এবং 'মেহের নিগার'। 'মেঘলা আকাশ', 'তারকাটা' এবং 'দেবদাস'-এর মতো চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার-সহ অসংখ্য সম্মাননা।
অসহায় মানুষের জন্য তার রয়েছে 'মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন'। তিনি ইউনিসেফের শুভেচ্ছাদূতও ছিলেন। বর্তমানে অসুস্থ মায়ের সেবাযত্ন করার জন্য তিনি নিউইয়র্কে অবস্থান করছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।