সফলতা মানেই অহংকার নয়, বাস্তববোধই বেশি জরুরি:সোহিনী সরকার
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৩:৫৭
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও জীবন দর্শন নিয়ে কথা বলেছেন। ‘রঘু ডাকাত’ সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করে আলোচনার কেন্দ্রে থাকা এই অভিনেত্রী জানিয়েছেন, নিজের সাফল্য নিয়ে তিনি কখনো বেশি মাতামাতি করেন না।
সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, “সফল অভিনেত্রীরা কিন্তু নিজেদের সাধারণ নাগরিক বলেন না। আপনি কেন বলেন?” সোহিনী উত্তর দেন, “কী অসাধারণত্ব আছে? ইএমআই ঠিক সময় না দিতে পারলে আমার বাড়িতে ব্যাংক থেকে লোক চলে আসবে। আমার কর্মীদের, মায়ের ওষুধের খরচের দায়িত্ব আছে। সাধারণ মানুষ ছাড়া আমি কী? আমার কাছে কোটি কোটি টাকা নেই, কোটি টাকার বাংলো নেই, কোটি টাকার গাড়ি নেই। আছে বলতে চারটে ফিতে কাটার ‘ইভেন্ট’। তবে এটাই আমাকে খুশি রাখে। আমি চাই, সৎ পথে টাকা রোজগার করতে।”
তিনি আরও বলেন, “অমিতাভ বচ্চনও সফলতা উপভোগ করলেও দেউলিয়া হয়ে গিয়েছিলেন। তাই সাফল্য নিয়ে অতিরিক্ত অহংকার বা বাড়াবাড়ি করার কিছু নেই। জীবন কখনো ওঠে কখনো পড়ে, যেমন গীতায় বলা হয়েছে সুখ-দুঃখ চক্রের মতো। জীবন, সংসারও তেমনি।”
সোহিনী সরকার তার এই বার্তার মাধ্যমে অনুরাগীদের মনে করিয়েছেন, জীবনে যতই সফল হও, সংযম, বাস্তববোধ এবং ন্যায্য পথে চলা অপরিহার্য।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।