রাম চরণ ও জাহ্নবী কাপুর ‘পেড্ডি’ সিনেমায় জুটি বাঁধবেন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৫:১৭
স্পোর্টস অ্যাকশন ঘরানার ‘পেড্ডি’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন রাম চরণ ও জাহ্নবী কাপুর। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ২৭ মার্চ। এর আগে রাম চরণের ফার্স্ট লুক প্রকাশিত হয়েছিল, এবার নির্মাতা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন জাহ্নবীর চরিত্র ‘আচিয়াম্মা’-এর প্রথম ঝলক।
নির্মাতা এক পোস্টে লিখেছেন,
“আমাদের পেড্ডি-র ভালোবাসা, যার আগুনে ভরা মনোভাব। পরিচয় করিয়ে দিচ্ছি অপরূপা জাহ্নবী কাপুরকে ‘আচিয়াম্মা’ রূপে। পেড্ডি বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ২৭ মার্চ, ২০২৬ সালে।”
সিনেমার দুটি নতুন পোস্টারে দেখা গেছে জাহ্নবীকে প্রাণবন্ত, দুষ্টু-চঞ্চল এক গ্রামীণ চরিত্রে। রাম চরণ অভিনীত এই সিনেমায় গ্রামীণ সাজে তার উপস্থিতি ভক্তদের নজর কেড়েছে। পেড্ডি জাহ্নবী কাপুরের দ্বিতীয় তেলুগু প্রজেক্ট; এর আগে তিনি জুনিয়র এনটিআরের সঙ্গে ‘দেভারা: পার্ট ১’-এর মাধ্যমে তেলুগু ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেছিলেন।
সিনেমার কাহিনি ঘোরে এক গ্রামীণ ক্রিকেট টুর্নামেন্টের চারপাশে, যেখানে রাম চরণ নতুন রূপে অভিনয় করছেন। তার সঙ্গে থাকছেন শিবা রাজকুমার, দিব্যেন্দু শর্মা, জগপতি বাবু সহ আরও অনেকে। চলচ্চিত্রটি পরিচালনা করছেন বুচি বাবু সানার।
সম্প্রতি রাম চরণ ও জাহ্নবী শুটিংয়ের জন্য শ্রীলঙ্কায় গেছেন, যেখানে একটি গান ধারণ করা হচ্ছে। গানটি আর. আর. রহমানের সুরে তৈরি, যা মুক্তির পর হিট হবে বলে আশা করা হচ্ছে। সিনেমার প্রায় ৬০ শতাংশ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং প্রথম অংশের এডিটও সম্পন্ন হয়েছে।
‘পেড্ডি’ শেষ করেই রাম চরণ কাজ শুরু করবেন পরিচালক সুকুমারের পরবর্তী সিনেমা ‘আরসি১৭’-এ, যা ‘রঙ্গস্থলম’-এর পর তাদের দ্বিতীয় প্রজেক্ট। জাহ্নবী কাপুর সর্বশেষ অভিনয় করেছিলেন ‘সানি সংস্কারি কি তুলসি কুমারী’-এ।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।