নতুন সম্পর্ক থেকে অনেক কিছু শেখা যায় : মিথিলা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৭:৪৯
বাংলাদেশের জনপ্রিয় ও মেধাবী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা সম্প্রতি জীবনের সম্পর্ক ও অভিজ্ঞতা নিয়ে খোলামেলা মত প্রকাশ করেছেন। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের প্রতিটি সম্পর্ক মানুষকে নতুন কিছু শেখায়— যা তাকে আরও পরিণতভাবে ভাবতে ও বুঝতে সাহায্য করে।
মিথিলা বলেন, “আমার মনে হয়, প্রত্যেক মানুষই সম্পর্ক থেকে অনেক কিছু শেখে। সেটা হতে পারে বাবা-মায়ের সঙ্গে, সন্তানের সঙ্গে, বন্ধুর সঙ্গে কিংবা জীবনের সঙ্গীর সঙ্গে— প্রতিটি সম্পর্কের ভেতরেই শেখার সুযোগ আছে।”
তিনি আরও যোগ করেন, সন্তানও শেখার অন্যতম উৎস। “আমরা অনেক সময় ভাবি, ছোট শিশুরা কিছু বোঝে না। কিন্তু আসলে তাদেরও নিজস্ব মতামত থাকে। আমি চাই না আমার মেয়ে আমাকে নিয়ন্ত্রণ করুক, আবার আমিও ওকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে চাই না। সম্পর্কটা বোঝাপড়া ও বন্ধুত্বের হোক— এটাই আমার বিশ্বাস।”
অভিনেত্রীর মতে, সম্পর্ক কেবল আবেগের জায়গা নয়, বরং আত্মবিকাশের এক প্রক্রিয়া। বোঝাপড়া, সম্মান ও স্বাধীনতার জায়গা তৈরি করতে পারলেই সম্পর্ক টিকে থাকে সুন্দরভাবে— এমনটিই মনে করেন তিনি।
যদিও সাক্ষাৎকারে মিথিলার স্বামী, ভারতীয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তিনি সে বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন। তবে তার এই বক্তব্য নতুন প্রজন্মের কাছে এক অনন্য বার্তা দেয়— সম্পর্ক মানেই শুধু আবেগ নয়, বরং শেখা, বেড়ে ওঠা ও নিজেকে জানার এক অবিচ্ছেদ্য অধ্যায়।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।