মঞ্চে দর্শককে চড় মেরেছিলেন পরেশ রাওয়াল, নিজেই জানালেন সেই ঘটনা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১৩:০৭
                                        বলিউডে দীর্ঘ কয়েক দশক ধরে সেরা অভিনেতাদের একজন হিসেবে নিজের অবস্থান শক্ত করেছেন পরেশ রাওয়াল। তবে শুধু অভিনয়গুণেই নয়, রাগী মেজাজের কারণেও বাস্তব জীবনে তিনি সমানভাবে আলোচিত। সম্প্রতি এক পডকাস্টে অভিনেতা শেয়ার করেছেন এক চমকপ্রদ ঘটনা—যেখানে তিনি নাটক চলাকালীন মঞ্চ থেকে নেমে দর্শককে চড় মেরেছিলেন।
পরেশ রাওয়াল জানান, ঘটনাটি ঘটেছিল তাঁর জনপ্রিয় নাটক ‘প্রতিশোধ’-এর একটি বিশেষ প্রদর্শনীতে। মঞ্চে অভিনয়ের সময় দর্শকদের একাংশ থেকে ক্রমাগত অশালীন মন্তব্য ভেসে আসছিল। বিষয়টি সহ্য করতে না পেরে পরেশ হঠাৎই মঞ্চ থেকে নেমে যান দর্শকদের মধ্যে।
অভিনেতার ভাষ্যে,
“আমি নিজেকে তখন আর নিয়ন্ত্রণে রাখতে পারিনি। একজন দর্শক অনবরত অশ্লীল মন্তব্য করে যাচ্ছিল। আমি মঞ্চ থেকে নেমে গিয়ে তাকে তিন-চারবার চড় মারি, তারপর আবার মঞ্চে ফিরে আসি। এতে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়, এমনকি সেদিন নাটকটি বন্ধ করে দেওয়া হয়েছিল।”
তিনি আরও জানান,
“থিয়েটার মালিকরা খুবই ক্ষুব্ধ হয়েছিলেন। তারা বলেছিলেন, ভবিষ্যতে আর আমাকে ওই হলে অভিনয় করতে দেবেন না।”
তবে এই ঘটনার জন্য পরেশের কোনো অনুশোচনা নেই। বরং তিনি বলেন,
“রাগ সব সময় আমায় কষ্ট দেয়, কিন্তু আমি জানি—রাগও মানুষের অংশ। আঘাতের প্রতিক্রিয়া অনেক রকম হতে পারে। আমি অনেক সময় আক্রমণাত্মক হয়ে যাই, যা হয়তো ভালো নয়।”
পরেশ রাওয়াল আরও বলেন, তাঁর বাবাও ছিলেন বেশ বদমেজাজি মানুষ, তাই রাগ যেন তাঁর রক্তেই প্রবাহিত। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি চেষ্টা করছেন নিজেকে সংযত রাখতে। নিজের বর্তমান মানসিক অবস্থাকে তিনি তুলনা করেছেন “বুলেটপ্রুফ জ্যাকেট”-এর সঙ্গে—যাতে কেউ সহজে তাঁকে আহত করতে না পারে।
এক সময়ের থিয়েটার জগতের উজ্জ্বল নাম পরেশ রাওয়াল আজও অভিনয়ের পাশাপাশি সৎ বক্তব্যের জন্য বলিউডে সমানভাবে প্রাসঙ্গিক।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।