মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

রাজনীতিতে যোগ দেবেন না বললেন অপরাজিতা আঢ্য

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১৪:২৪

সংগৃহীত

ওপার বাংলার প্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য তার সরল ও স্বচ্ছ ভঙ্গিমার জন্য পরিচিত। ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত ক্ষেত্র, সবসময় তিনি সরাসরি কথা বলার জন্য খ্যাত। সম্প্রতি তিনি নিজের ব্যক্তিগত সমালোচনা ও রাজনীতিতে যোগদানের বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অপরাজিতা বলেন,

“‘চায়ে পে চর্চা’ হোক—এটা আমি চাই। আমাকে নিয়ে যখন কেউ সমালোচনা করে, তখন আমার ভালোই লাগে।”

তিনি আরও জানিয়েছেন, একবার তিনি এমন একটি পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন যেখানে একটি গোল টেবিল বৈঠকে তার বিষয়ে আলোচনা করা হচ্ছিল। তিনি সরাসরি সেখানে গিয়ে বলেন,

“তোমরা আমাকে নিয়ে আলোচনা করছ, এতে আমি খুব খুশি হয়েছি।”

অপরাজিতার মতে, যখন কেউ তার বিষয়ে আলোচনা করছে, তখন অন্তত কয়েক মুহূর্তের জন্য সেই ব্যক্তি তার নিজস্ব দুঃখ-কষ্ট ভুলে থাকে। এমন পরিস্থিতি দেখেও তার মধ্যেই পজিটিভ ভাইব কাজ করে।

রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে তিনি স্পষ্ট বলেছেন,

“আমি রাজনীতি একেবারেই বুঝি না। তাই কোনোদিন রাজনীতিতে যোগ দেব না। সবটা সবার জন্য নয়। তাই যেটা আমি বুঝি না সেই বিষয়ে আমি থাকি না।”

অপরাজিতার এই সরল ও স্বচ্ছ প্রতিক্রিয়া দর্শকদের কাছে তাকে আরও কাছের এবং অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরেছে।

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top