মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

‘ঈথা’-তে শক্তিশালী চরিত্রে ফিরছেন শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১৪:৫২

সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে এবার পর্দায় ফিরছেন এক অভিনয়চ্যালেঞ্জিং চরিত্রে। ‘স্ত্রী ২’-এর পর এটি তার প্রথম বড় প্রকল্প, যা কোনো রোমান্টিক কমেডি নয়; বরং একটি শক্তিশালী, আবেগঘন জীবনের গল্প।

শ্রদ্ধাকে এবার দেখা যাবে কিংবদন্তি শিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকর হিসেবে। ছবির নাম ‘ঈথা’, যা নির্মাণ করছেন লক্ষ্মণ উতেকর এবং প্রযোজনায় রয়েছে ম্যাডক ফিল্মস।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘ঈথা’ লেখা ক্ল্যাপবোর্ডের ছবি ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ছবির সংগীত পরিচালনা করছেন জনপ্রিয় জুটি অজয়-অতুল, যা ভিতাবাই নারায়ণগাঁওকের ঐতিহ্যবাহী শিল্পচর্চা ও আবেগকে জীবন্তভাবে তুলে ধরবে।

ভিতাবাই নারায়ণগাঁওকর ছিলেন মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনাট্য ‘তামাশা’-র একজন প্রাণপুরুষ। তার সংগ্রামী জীবন, শিল্পচর্চা ও সংস্কৃতির প্রতি অবদানই ‘ঈথা’র কেন্দ্রবিন্দু। এটি শ্রদ্ধার জন্য নিঃসন্দেহে এক অভিনয়নির্ভর চ্যালেঞ্জ, যা তার ক্যারিয়ারে নতুন উচ্চতা যোগ করতে পারে।

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী ২’-এর পর এ বছর শ্রদ্ধার কোনো নতুন ছবি মুক্তি না পেলেও, তার জনপ্রিয়তা কমেনি। ৯৪ মিলিয়ন অনুসারীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। সম্প্রতি ভারতের নারী ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের পর তার আবেগঘন বার্তাও ভাইরাল হয়েছিল।

শ্রদ্ধার জনপ্রিয়তা স্পষ্টতই প্রমাণিত হয়েছে সাম্প্রতিক হ্যালোইন উৎসবেও, যেখানে যুক্তরাষ্ট্রে এক নারী শ্রদ্ধার ‘স্ত্রী’ চরিত্রে সাজেছিলেন। এটি দেখায়, শ্রদ্ধার আইকনিক চরিত্রগুলো আজও দর্শকের মনে একটি বিশেষ নস্টালজিয়া জাগিয়ে রাখে।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top