বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

রাশমিকা মান্দানার আঙুলে ঝলমলে বাগদানের আংটি, উত্তেজনায় অনুরাগীরা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৬:১২

সংগৃহীত

দীর্ঘদিনের জল্পনা কেটে অবশেষে প্রকাশ্যে এল রাশমিকা মান্দানার বাগদানের আংটির ঝলক, যা দেখে হতবাক হয়েছেন তার অনুরাগীরা। দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে তার গোপন বাগদানের গুঞ্জন এবার আরও জোরালো হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন সিনেমা ‘গার্লফ্রেন্ড’–এর প্রচারের জন্য অভিনেতা জগপতিবাবুর একটি টকশোতে হাজির ছিলেন রাশমিকা। অনুষ্ঠানের প্রোমোতে দেখা যায়, টকশো চলাকালীন তাকে বারবার ‘বিজয়’–এর নাম ধরে মজার ছলে নানা প্রশ্ন করা হচ্ছে। সেই সময়েই তিনি ক্যামেরার সামনে হাতের আংটি দেখান। জানা গেছে, আংটিগুলোর মধ্যে একটি তার বাগদানের আংটি।

সঞ্চালক জগপতি বাবু কৌতুক করে প্রশ্ন করেন, “আপনি বিজয় সেতুপতির ভক্ত এবং থালাপতি বিজয়ের ভক্ত, তাহলে বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে কি শুধু বন্ধুত্ব? নাকি তুমি এই বিজয়ের মালিক?”

জগপতির এই প্রশ্নে হাসিমুখে প্রতিক্রিয়া দেন রাশমিকা। তিনি বলেন, “আমার আঙুলের সব আংটিই খুব গুরুত্বপূর্ণ।” সঞ্চালক জানান, “আমি নিশ্চিত এর মধ্যে একটি তোমার অত্যন্ত প্রিয় এবং এর পেছনে একটি ইতিহাসও আছে।” এ কথা শুনে একগাল হাসি দিয়ে সম্মতি জানান রাশমিকা।

অনুরাগীরা এখন রাশমিকার এই আঙটির রহস্য ও তার ব্যক্তিগত জীবনের আপডেট জানতে মুখিয়ে আছেন।

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top