বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

জয়া আহসানের নতুন লুক, সাদা শাড়িতে ফুটলো ক্ল্যাসিক বাঙালি সৌন্দর্য

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৮:২১

সংগৃহীত

বয়স যেন থমকে গেছে—এটাই স্পষ্ট মনে হয় দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে দেখলেই। অভিনয় দক্ষতা আর সৌন্দর্যের দুর্দান্ত মিশ্রণে তিনি তৈরি করেছেন নিজস্ব ব্যতিক্রমী প্রতিভা। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নতুন রূপে নিজেকে উপস্থাপন করেন জয়া, এবারও তার ব্যতিক্রম হয়নি।

সম্প্রতি জয়া প্রকাশ করেছেন কয়েকটি ছবি, যেখানে তিনি পরেছেন সাদা রঙের সূক্ষ্ম কাজ করা শাড়ি এবং ঐতিহ্যবাহী গয়না। প্রতিটি ছবিতেই ফুটে উঠেছে তার ক্ল্যাসিক বাঙালি রূপ, যেখানে পুরনো দিনের আসবাব ও সবুজ গাছপালার পটভূমি ঐতিহ্য ও আভিজাত্যকে একসঙ্গে তুলে ধরেছে।

ভক্তরা মুহূর্তেই ছবি দেখে মুগ্ধ হয়েছেন। অনেকেই লিখেছেন, “জয়া প্রতিটি লুকে যেন নতুন জীবন পেয়েছেন।”

তবে শুধু স্টাইল নয়, এই পোস্টের আড়ালে রয়েছে প্রোমোশনাল দিকও। জয়ার পোস্টের ক্যাপশন থেকে বোঝা যাচ্ছে, পরনের গয়নারা একটি গয়না ব্র্যান্ডের প্রচারণার অংশ। সাম্প্রতিক সময়ে যেমন অভিনয়ে তিনি প্রশংসিত, তেমনি ব্র্যান্ড এনডোর্সমেন্টেও জয়ার উপস্থিতি এখনো তুঙ্গে।

কর্মপন্থা, একাগ্রতা এবং কমার্শিয়াল শুটে সক্রিয় অংশগ্রহণের কারণে দুই বাংলার ব্র্যান্ডগুলোর কাছে জয়া আহসান এক প্রিয় মুখ।

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top